বাজেট বাস্তবায়নে দরকার সংস্কার, ঐকমত্য : সিপিডি
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ‘বাজেট বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক সংস্কার জরুরি। আর রাজনৈতিক ঐকমত্য ছাড়া সংস্কার কার্যক্রম সম্ভব নয়।’ আজ শুক্রবার সিপিডির বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘বাজেটে ব্যয়ের যে আকার ধরা হয়েছে, তার প্রয়োজনীয়তা নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু বিশাল বাজেট ব্যয়ের অর্থসংস্থানে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন মোটেই বাস্তবসম্মত নয়। রাজস্বের লক্ষ্যমাত্রা যেটা দেওয়া হয়েছে, তার একটা বড় পরিমাণ অনর্জিত থাকবে।’
‘বাংলাদেশে এখন দেশজ আয় ১০-১১ শতাংশ। সেখানে তানজানিয়ার মতো দেশের ১৭-১৮ শতাংশ। আপনার তো দেশজ আয় শতকরা হিসাবে বাড়াতে হবে। বিভিন্ন ধরনের সংস্কারমূলক পদক্ষেপ নেওয়ার কথা বলা হচ্ছে। আমরা তো চাই, পদক্ষেপগুলোর সুফল নিয়ে আসুক। তাহলে অর্থমন্ত্রী কেন বলেন না, কোন পদক্ষেপ থেকে কত টাকা বেশি আসবে।’
দেবপ্রিয় বলেন, সংস্কার করাটা খুব জরুরি হয়ে গেছে। এই বড় ধাক্কা দেওয়ার সময় ছিল এই বছর। কারণ হলো, এ বছরে অর্থনীতিতে এক ধরনের স্বস্তির জায়গা ছিল। স্থিতিশীলতা যদি ঠিকমতো না থাকে, জাতীয় ঐকমত্য যদি না থাকে, তাহলে আমাদের দেশে যে সংস্কারের কথা বলছি, সেটারই সংস্কার করা কঠিন হবে।
সিপিডির মতে, সম্প্রসারণমূলক বাজেট হলেও তার ঘাটতি অর্থায়ন মেটাতে বৈদেশিক সহায়তা ব্যবহারের দুর্বলতার কারণে অভ্যন্তরীণ ঋণভার বাড়ছে। আর এভাবে চলতে থাকলে ক্রমে সুদের দায় বেড়ে অর্থনীতিতে সংকট সৃষ্টি করবে।
বাজেটের রাজস্ব কাঠামোয় মোবাইলে কথা বলার ওপর করারোপ সহজে রাজস্বপ্রাপ্তির বহিঃপ্রকাশ বলে মনে করে সিপিডি।