মোদির জন্য জাতীয় স্মৃতিসৌধে প্রস্তুতি সম্পন্ন
শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আগামীকাল শনিবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সফরকে ঘিরে এখানে শেষ হয়েছে ধোয়ামোছা ও রং করার কাজ।
মোদির সফরসূচি প্রসঙ্গে আজ শুক্রবার ভারতের দেশটির পররাষ্ট্রসচিব সুব্রমানিয়াম জয়শঙ্কর এক ব্রিফিংয়ে বলেন, শনিবার সকালেই ঢাকা পৌঁছাবেন নরেন্দ্র মোদি। সফরের শুরুতেই তিনি জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর তিনি ঢাকার ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন।
সাভার স্মৃতিসৌধ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মাত্র ২০ মিনিট স্মৃতিসৌধে অবস্থান করবেন। এ নিয়ে ২০ দিন ধরে নানা প্রস্তুতি চলছে। নিরাপত্তায় মোতায়েন থাকছে দেড় হাজারের বেশি নিরাপত্তা বাহিনীর সদস্য। পাশাপাশি থাকছে ভারত থেকে আসা মোদির ব্ল্যাকক্যাট কমান্ডো ও স্পেশাল প্রটেকশন গ্রুপের (এসপিজি) সদস্যরা। নিরাপত্তার খুঁটিনাটি নিয়ে ব্ল্যাকক্যাট ও এসপিজির সঙ্গে বাংলাদেশের নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলোর সদস্যদের একাধিক বৈঠক হয়েছে। এ কারণে গত ২ জুন থেকে স্মৃতিসৌধে সব ধরনের ধরনের দর্শনার্থীর প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রশাসন।
মোদি স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। গ্রহণ করবেন আন্তবাহিনীর সম্মাননা। স্মৃতিসৌধের পরিদর্শন বইতে সই করবেন। পরে তিনি স্যাপলিং পয়েন্টে একটি উদয়পদ্ম গাছের চারা রোপণ করবেন।
জাতীয় স্মৃতিসৌধে প্রথমে বেলা ১১টা ২০ মিনিটে মোদির আগমনের বিষয়টি নির্ধারিত থাকলেও পরে তা পরিবর্তন করে ১১টা ৫৫ মিনিট করা হয়েছে। তবে শেষ পর্যন্ত আগের সময়টি বহাল রাখার বিষয়টি ফের আলোচিত হচ্ছে।
স্মৃতিসৌধে ভারতের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাভারের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, সেনাবাহিনীর নয় পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল ওয়াকার উজ জামান, ঢাকার জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া ও ঢাকার পুলিশ সুপার হাবিবুর রহমান।
জাতীয় স্মৃতিসৌধের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ভারতের প্রধানমন্ত্রীর আগমনের উপলক্ষে গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধ ফুল দিয়ে সাজানোর কাজ, রং দেওয়ার কাজ এবং ধোয়ামোছার কাজ শেষ করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রীর আগমনের জন্য স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত।