রনির চালকের বিশেষ জামিন আবেদন, শুনানি ২২ জুন
রাজধানীর নিউ ইস্কাটনে প্রাডো গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছুড়ে জোড়া হত্যা মামলায় বখতিয়ার আলম রনির চালক ইমরান ফকির জামিনের বিশেষ আবেদন করেছেন আদালতে।
আজ শুক্রবার সংশ্লিষ্ট আদালতের জেনারেল রেকর্ডিং অফিসার (জিআরও) মাহমুদুল হাসান এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার রনির চালক ইমরান ফকিরের আইনজীবী ঢাকার মুখ্য মহানগর হাকিমের ভারপ্রাপ্ত বিচারক সাইফুর রহমানের আদালতে ‘পিডাব্লিউ’সহ জামিনের বিশেষ আবেদন করেছেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক জামিনের বিশেষ আবেদনটি আগামী ২২ জুন শুনানির জন্য রাখেন।
মাহমুদুল হাসান আরো বলেন, আগামী ২২ জুন (সোমবার) নির্ধারণ করা হবে কোন বিচারকের আদালতে ‘পিডাব্লিউ’সহ জামিনের বিশেষ আবেদনের শুনানি হবে।
রনি মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের এমপি পিনু খানের ছেলে। গত ৩১ মে রনির সঙ্গে তার চালক ইমরান ফকিরকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে ১ জুন ইমরান আদালতে দায় স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে রনিকে চারদিনের রিমান্ডে পাঠান আদালত। কিন্তু রনি আদালতে কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি।
গত মঙ্গলবার বখতিয়ার আলম রনি জামিন চাইলে মহানগর হাকিম আমিনুল ইসলাম তাঁর জামিনের আবেদন নাকচ করেন।
এ ছাড়া আদালতে ঘটনার সময় রনির সঙ্গে থাকা বন্ধু কামাল মাহমুদ, টাইগার কামাল ও জাহাঙ্গীর আদালতে ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে সাক্ষ্য দিয়েছেন।
গত ১৩ এপ্রিল রাত পৌনে ২টার দিকে রাজধানীর নিউ ইস্কাটনে একটি প্রাডো গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছুড়লে রিকশাচালক হাকিম ও অটোরিকশাচালক ইয়াকুব আলী আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ এপ্রিল হাকিম এবং ২৩ এপ্রিল ইয়াকুব মারা যান।
নিহত হাকিমের মা মনোয়ারা বেগম অজ্ঞাতদের আসামি করে ১৫ এপ্রিল রাতে রমনা থানায় একটি মামলা করেন।