রাজনের পরিবারকে সমবেদনা জানাতে আসছেন প্রতিমন্ত্রী
বর্বরোচিতভাবে শিশু শেখ সামিউল আলম রাজন হত্যার ঘটনায় তার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জানাতে সিলেটে আসছেন শিশু ও মহিলাবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
আগামীকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় মেহের আফরোজ চুমকি ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিলেটে পৌঁছবেন।
পরে প্রতিমন্ত্রী শিশু রাজনের গ্রামের বাড়ি কান্দিগাঁও ইউনিয়নের বাদেয়ালী বায়ারপারে যাবেন। সেখানে রাজনের মা-বাবা ও আত্মীয়স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানাবেন।
আজ মঙ্গলবার প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির একান্ত সচিব (এপিএস) এস এম লতিফ স্বাক্ষরিত এক চিঠিতে এ সব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এ দিন বিকেল ৩টায় মন্ত্রী স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে জেলা প্রশাসক সম্মেলন কেন্দ্রে মতবিনিময় করবেন।
বিকেল ৫টায় সড়ক পথে প্রতিমন্ত্রী ঢাকায় ফিরে যাবেন বলে জানিয়েছেন তাঁর এপিএস।