চলতি মাসেই রাকিব হত্যা মামলার অভিযোগপত্র
পাশবিক নির্যাতনে নিহত শিশু রাকিব হত্যা মামলার অভিযোগপত্র চলতি মাসের শেষ দিকে দাখিল করা হবে। চাঞ্চল্যকর হিসেবে এরই মধ্যে মামলাটি মনিটরিং সেল নথিভুক্ত করেছে।
হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) কাজী মোশতাক আহমেদ এ তথ্য জানান। তিনি জানান, মামলায় এজাহারভুক্ত তিন আসামি শরীফ, মিন্টু মিয়া ও শরীফের মা বিউটি বেগম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। প্রত্যক্ষদর্শী তিনজন সাক্ষীও আদালতে জবানবন্দি দিয়েছেন। এতে মামলার তদন্তের কাজ অনেক দূর এগিয়ে গেছে। তাই অভিযোগপত্র দিতে তেমন কোনো বাধা থাকছে না।
এ বিষয়ে খুলনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, রাকিব হত্যা মামলাটি এরই মধ্যে চাঞ্চল্যকর মামলা হিসেবে মনিটরিং সেল নথিভুক্ত করেছে। ২৬ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই সেলের বৈঠক হবে। মামলা তদন্তকারী কর্মকর্তা হিসেবে সেই বৈঠকে কাজী মোশতাক আহমেদ উপস্থিত থাকবেন। নথি পর্যালোচনা করে সম্মতি দেওয়া হলে এ মাসের মধ্যে অভিযোগপত্র দেওয়া হবে।
৩ আগস্ট বিকেলে মোটরসাইকেলের হাওয়া দেওয়া কমপ্রেসারের পাইপ মলদ্বারে ঢুকিয়ে পেটে হাওয়া দিয়ে নির্মমভাবে শিশু রাকিবকে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডের মোটরসাইকেল গ্যারেজ শরীফ মোটর্সের মালিক শরীফ, তাঁর মা বিউটি বেগম ও সহযোগী মিন্টু মিয়াকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয় লোকজন। বর্তমানে তারা খুলনা কারাগারে রয়েছে।