সাংবাদিক নেতা শওকত মাহমুদের মুক্তি দাবি
সাংবাদিক নেতা শওকত মাহমুদের মুক্তির দাবিতে চট্টগ্রামে সমাবেশ করেছে সম্মিলিত পেশাজীবী পরিষদ।
আজ শুক্রবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) মিলনায়তনে সমাবেশে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট কফিল উদ্দিন। সাংবাদিক নেতা মো. শাহনেওয়াজের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য দেন সিএমইউজের সভাপতি শামসুল হক হায়দরী, প্রকৌশলী আবু সুফিয়ান, চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনসহ পেশাজীবী নেতারা।
বক্তারা রাজনৈতিক উদ্দেশে সাংবাদিক নেতা শওকত মাহমুদকে গ্রেপ্তার ও নির্যাতন করা হচ্ছে অভিযোগ করে অবিলম্বে তাঁর মুক্তিসহ মামলা প্রত্যাহারের দাবি জানান।