সিম আবার নিবন্ধন শুরু রোববার
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, মুঠোফোনের নতুন ও পুরাতন সিমের নিবন্ধন ও যাচাই বাধ্যতামূলক। আগামী রোববার থেকে এ নিবন্ধন শুরু হবে। কোন প্রক্রিয়ায় নিবন্ধন ও যাচাই করতে হবে, ওই দিনই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে তা জানানো হবে। আগামী তিন মাসের মধ্যে এই নিবন্ধন ও যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আজ বুধবার দুপুর ১টার দিকে সচিবালয়ে ডাক, তার ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে টেলিকমিউনিকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টিআরএবি) সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, ১৩ সেপ্টেম্বর থেকে ১৩ ডিসেম্বর—এই তিন মাসের মধ্যে নিবন্ধন ও যাচাই প্রক্রিয়া সম্পন্ন না করলে ওই সিম বাতিল হয়ে যাবে।
তারানা হালিম বলেন, ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে এই ব্যবস্থা নিতে হচ্ছে।’ এর পর সিমের আর কোনো নিবন্ধন করতে হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটিই চূড়ান্ত। আর নিবন্ধন করতে হবে না।’
শিগগিরই সরকারের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রকল্পের সঙ্গে টেলিকমিউনিকেশন বিভাগের একটি চুক্তি হবে বলে প্রতিমন্ত্রী জানান।