জাপানি নাগরিক হত্যাকাণ্ডে বিএনপি নেতা রিমান্ডে
রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিও হত্যা মামলায় এক বিএনপি নেতাসহ দুজনকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তাঁরা হলেন রংপুর মহানগর বিএনপির কার্যকরী কমিটির সদস্য রাশেদ উন নবী খান বিপ্লব এবং নিহত ব্যক্তির প্রকল্প সহকারী হুমায়ূন কবীর হীরা।
আজ মঙ্গলবার কাউনিয়া থানার পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মামুনুর রশীদ দুজনকে আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ড চান। রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ১০ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গত ৩ অক্টোবর সকাল ১০টার দিকে রংপুরের মাহীগঞ্জে দুর্বৃত্তরা গুলি চালায় হোশি কুনিওর ওপর। তিনটি গুলি লাগে তাঁর শরীরে। সেখান থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
একই দিন এই হত্যার ঘটনায় নগরীর বিভিন্ন স্থান থেকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন হোশি কুনিও যে বাসায় থাকতেন সেই বাসার মালিক গোলাম জাকারিয়া, তাঁর ছেলে জাপানি নাগরিকের প্রকল্প সহকারী হুমায়ুন কবীর হীরা, রিকশাচালক মোন্নাফ ও মুরাদ।
পরদিন কাউনিয়া থানায় অজ্ঞাত তিন ব্যক্তিকে আসামি করে একটি মামলা করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম। পরে গতকাল সোমবার বিপ্লবকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। হোশি কুনিওর প্রকল্প সহকারী হীরাকেও ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।