সুন্দরীদের হাতে ছিনতাই সালমান!
পর্দার রাগী নায়ক সালমান খান বাইরের দুনিয়ায়ও বেশ ডাকাবুকো মানুষ। সিনেমায় তাবত গুণ্ডা-মাস্তান পিটিয়ে সালমান কেবল হাতই পাকাননি, বাইরেও তাকে বেশ মেপে চলেন সবাই। এমনই মানুষ কি না ছিনতাইয়ের শিকার হলেন? তাও রীতিমতো কয়েকজন নারীর কাছে! স্কুপহুপ জানাচ্ছে, ঘটনা অক্ষরে অক্ষরে সত্য।
বান্দ্রার একটি নাইটক্লাবে কয়েক দিন আগে গিয়েছিলেন সালমান। রাত্রিবেলায় সেই পুরোনো দিনের মতো অ্যালকোহল বা ডিসকো নাচে মত্ত ছিলেন, এমনটা কিন্তু নয়। মোটামুটি ‘ঠিকঠাক’ই নাকি ছিলেন। এ সময় চারজন সুন্দরী তরুণী ঘিরে ধরেন তাঁকে। জানান, ‘ভাইজান’-এর ভীষণ ভক্ত তাঁরা। তাঁদের সঙ্গে আলো-আঁধারিতে খোলামনে দিব্যি গল্পে মজে গিয়েছিলেন সালমান। কিছুক্ষণ পর সুন্দরীরা বিদায় নেওয়ার পর সালমানের তো চক্ষু চড়কগাছ। নিজের মানিব্যাগ, সানগ্লাস আর ‘বজরঙ্গি ভাইজান’-এর সেই বিখ্যাত পেনড্যান্ট—সবই বেমালুম গায়েব! সালমানের দেহরক্ষীরা এ ব্যাপারে থানায় অভিযোগ করতে চেয়েছিলেন বটে, তবে সালমান মোটেও থানার দিকে এগোতে রাজি হননি। আবার কোন ঝামেলায় না জানি ফেঁসে যান, কে জানে! সুন্দরীরা অবশ্য বহু আগেই ঘটনাস্থল থেকে চম্পট দিয়েছেন।
এ বিষয়ে কোনো বিবৃতি আসেনি সালমানের পক্ষ থেকে। ঘটনাস্থলের সূত্র থেকেই মিলেছে খবর। সালমানের বোন অর্পিতাকে এ ব্যাপারে জিজ্ঞেস করেছে মুম্বাই মিরর। অর্পিতাও ‘সঠিক’ উত্তর দিতে ভুল করেননি, ‘আমার ভাইকে ছিনতাই করা মোটেও কোনো সহজ কাজ নয়। সে কিছুদিনের মধ্যে কোনো নাইটক্লাবেই যায়নি। আর তা ছাড়া সে সঙ্গে কোনো মানিব্যাগ রাখে না।’
তবে ঘটনা যা-ই হোক, সালমান কিন্তু বডিগার্ডের সংখ্যা বাড়িয়ে ১৪ জন করেছেন। কিছুদিন আগে এমনও বলেছেন, কোনো সিনেমার প্রচারের জন্য মুম্বাই আর বিশেষ নিরাপদ জায়গা নয়।