এলপিএলের চ্যাম্পিয়ান থিসারার জাফনা
দেখতে দেখতে শেষ হয়ে গেল লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল)। গতকাল বুধবার টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে গল গ্ল্যাডিয়েটরসকে ৫৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছে জাফনা স্ট্যালিয়নস।
শ্রীলঙ্কায় এবারই প্রথম বসেছে এলপিএলের আসর। পাঁচ দলের টুর্নামেন্টের প্রথম আসরেই বাজিমাত করল থিসারা পেরেরার দল।
গতকাল ফাইনাল ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৮ রান সংগ্রহ করে জাফনা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেছেন শোয়েব মালিক। ৩৫ বলে পাকিস্তানি তারকার ইনিংসে ছিল তিন বাউন্ডারি ও এক ছক্কা। মাত্র ১৪ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলেন অধিনায়ক থিসারা পেরেরা। ৩৩ রান করেন ডি সিলভা।
জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৩৫ রানে থেমে যায় গল গ্ল্যাডিয়েটরস। রান তাড়ায় শুরু থেকেই ধুঁকতে থাকে গ্ল্যাডিয়েটরস। এরপর অধিনায়ক ভানুকা রাজাপাকসা ও আজম খান কিছুটা উত্তেজনা সৃষ্টি করেন। কিন্তু শেষ পর্যন্ত লড়াই করতে পারেননি। হেরেই যায় গ্ল্যাডিয়েটরস। ১৭ বলে ৪০ রান করেন রাজাপাকসা। আজম ৪ ছক্কায় ১৭ বলে ৩৬ রান করেন।