সুপার ওভারে হারল রংপুর রাইডার্স
গ্লোবাল সুপার লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে রংপুর রাইডার্স। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) মাঠে নামে রংপুর। প্রতিপক্ষ হ্যাম্পশায়ার। রুদ্ধশ্বাস ম্যাচটি রংপুর হেরে যায় সুপার ওভারে।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় হ্যাম্পশায়ার। ২০ ওভারে ১৩২ রানে অলআউট হয় দলটি। জবাবে ২০ ওভারে আট উইকেট হারিয়ে রংপুরও থামে ১৩২ রানে। খেলা গড়ায় সুপার ওভারে।
সুপার ওভারে আগে ব্যাট করা রংপুর এক ওভারে এক উইকেটে ১২ রান তোলে। এক উইকেট হারিয়ে পাঁচ বলে ১৪ রান তুলে জয় নিশ্চিত করে হ্যাম্পশায়ার।
ম্যাচে হ্যাম্পশায়ারকে অল্পতে আটকে ফেলে বাংলাদেশ। শান মাসুদ ছাড়া বড় ইনিংস খেলতে পারেননি কেউ। ৪১ বলে ৫৬ রান আসে মাসুদের ব্যাট থেকে। রংপুরের পক্ষে চার ওভারে ২৩ রান দিয়ে একাই পাঁচ উইকেট নেন জ্যাক চ্যাপেল। হারমিত সিং পান দুই উইকেট। বাংলাদেশিদের মধ্যে রিশাদ হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন নেন একটি করে উইকেট।
জবাবে রংপুরের ব্যাটাররা একটু একটু করে জয়ের দিকে এগিয়ে যাচ্ছিলেন। বড় ইনিংস খেলতে পারেননি কেউই। অধিনায়ক নুরুল হাসান সোহানের ২৪, সৌম্য সরকারের ২৭, খুশদিল শাহর ২৫—ছোট ছোট ইনিংসগুলো দলকে জয়ের দিকে নিয়ে যায়। তবে, শেষ ওভারে আটকে যায় এক রান দূরে। পরে সুপার ওভারে ভাঙে রংপুরের জয়ের স্বপ্ন।