আওয়ামী লীগের কৃষি ও সমবায় উপকমিটির চেয়ারম্যান ড. মির্জা জলিল
বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক উপকমিটির চেয়ারম্যান করা হয়েছে কৃষক লীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য কৃষিবিদ ড. মির্জা জলিলকে। কমিটিতে পদাধিকারবলে সদস্য সচিব হয়েছেন আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী।
সম্প্রতি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ৫৫ সদস্যের এই উপকমিটির অনুমোদন দেন।
উপকমিটিতে আওয়ামী কৃষক লীগের বর্তমান সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও দুজন সংসদ সদস্য, সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, সাবেক ছাত্রলীগ নেতারা রয়েছেন।