দুই বিদেশি হত্যার পরিকল্পনায় রাজনীতিবিদ : স্বরাষ্ট্রমন্ত্রী
দুই বিদেশি হত্যার পরিকল্পনাকারীকে শনাক্ত করা গেছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। নাম প্রকাশ না করলেও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, হত্যার পরিকল্পনায় আছে রাজনীতিবিদরা।
আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের কাছে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা জানান। দুই বিদেশি হত্যার সঙ্গে জড়িত কয়েকজন দেশের বাইরে আছে উল্লেখ করে তিনি বলেন, দুই বিদেশি হত্যার পরিকল্পনা একই জায়গা থেকে এসেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য তাঁদের কাছে পরিষ্কার হয়েছে। তবে আরো কিছু তথ্য-প্রমাণের জন্যই ষড়যন্ত্রকারীদের নাম প্রকাশ করা হচ্ছে না। কয়েক দিনের মধ্যেই ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করা হবে বলে জানান তিনি।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘এটা ভাড়াটিয়া খুনি এবং তাদের নিয়োগ করা হয়েছিল এ খুনটা পরিচালনা করার জন্য। এবং কে তার পেছনে এটা আমরা আরো পরিষ্কার করে বলব, শুধু এটুকুই বলব যতটুকু আমরা জানি ততটুকুই সে লোকটিও ষড়যন্ত্রের একজন নায়ক এবং তার পেছনেও আরো কিছু আছে সেগুলোর জন্যই আমরা আপনাদের আরো দু-একদিন পর সব খোলাসা করে বলব।’
পরিকল্পনাকারী সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, ‘অবশ্যই রাজনীতিবিদ। আমি তো প্রথম থেকেই বলছি যে এটা একটা ষড়যন্ত্র। এটা একটা দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার হচ্ছি আমরা বারবার।’
ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যাকাণ্ডের সন্দেহে আটক চারজনের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘ইতালি ও জাপানি নাগরিক হত্যার সঙ্গে জড়িত কয়েকজন দেশের বাইরে আছে। এদের ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘টেররিস্ট দেশ বলে প্রমাণিত করতে পারে, আমাদের বিব্রত করতে সেজন্যই এ সমস্ত পরিকল্পনা।’