সাকা-মুজাহিদের ভাগ্য নির্ধারণ সোমবার
দীর্ঘ দেড় মাস অবকাশকালীন ছুটি শেষে আগামীকাল রোববার খুলছে সুপ্রিম কোর্ট। এরপর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামায়াতের সেক্রেটারি আলী আহসান মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার (রিভিউ) শুনানিসহ বেশকিছু গুরুত্বপূর্ণ মামলার কারণে সরগরম হয়ে উঠবে আদালত প্রাঙ্গণ।
আগামী ২ নভেম্বর যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাকা-মুজাহিদের রায় পুনর্বিবেচনার বিষয়ে আপিল বিভাগে সিদ্ধান্ত হবে। এ রায়ের দিকে তাকিয়ে আছে সারা বাংলাদেশের মানুষ। তাই আাদলত অঙ্গনের পাশাপাশি সারা দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ঘোষণা দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
গত ২৯ অক্টোবর রায়ের আগে ও পরে নিরাপত্তার বিষয়ে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) প্রতিনিধিদল সুপ্রিম কোর্ট রেজিস্ট্রারের সঙ্গে দেখা করে আলোচনা করেছেন।
এ বিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আমিনুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, ‘আদালতে নিরাপত্তার ব্যবস্থা নিয়ে পুলিশ, র্যাব ও বিভিন্ন সংস্থার সঙ্গে আলোচনা হয়েছে। আগামীকাল আদালত খুললে অনেক বড় বড় মামলা নিষ্পত্তির জন্য অপেক্ষমান রয়েছে।’
এর আগে গত ১৮ সেপ্টেম্বর শুরু হয়ে ৩১ অক্টোবর পর্যন্ত সাপ্তাহিক ছুটি, ঈদুল আজহা, র্দুগা পূজাসহ সরকার ঘোষিত ছুটি এবং কোর্টের অবকাশের ফলে সর্বোচ্চ আদালতে নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ ছিল। তবে এ সময়ে জরুরি বিষয়ে নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্টের উভয় বিভাগে অবকাশকালীন বেঞ্চ সক্রিয় ছিল।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা হাইকোর্ট বিভাগে অবকাশকালীন বিভিন্ন বেঞ্চ গঠন করে দেন। অবকাশকালীন উভয় বিভাগে বেশ কিছু মামলার আদেশ হলে ও সুপ্রিম কোর্টের নিয়মিত বেঞ্চে এসব মামলার কার্যক্রম আবার শুরু হবে।
চলতি সপ্তাহে সর্বোচ্চ আদালতে গুরুত্বর্পূণ মামলা নিষ্পত্তির দিন ধার্য রয়েছে। এর মধ্যে রয়েছে মুক্তিদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের আপিল মামলায় দেওয়া মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন। এ বিষয়ে ২ নভেম্বর সোমবার আপিল বিভাগে শুনানির জন্য দিন ধার্য রয়েছে।
এ ছাড়া টাঙ্গাইল-৪ (কালিহাতি ) আসনে উপনির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র সংক্রান্ত হাইকোর্টের আদেশ বিষয়ে নির্বাচন কমিশনের আনা আবেদনের ওপর আপিল বিভাগে শুনানি হবে ২ নভেম্বর।
এ ছাড়া যুদ্ধাপরাধের দায়ে আপিল বিভাগে আমৃত্যুকারাদণ্ডাদেশ প্রাপ্ত জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর পূর্ণাঙ্গ রায় প্রকাশ হতে পারে এ মাসেই। এ ছাড়া দলটির আমির মতিউর রহমান নিজামীকে ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আনা আপিল মামলার শুনানির জন্য ৩ নভেম্বর দিন ধার্য রয়েছে।