নড়াইলে বাসা থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার
নড়াইল সদর থানার পাশে একটি ভাড়া বাসার বাথরুম থেকে উপপরিদর্শক (এস আই) মো. শফিউদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুরের দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত এসআই শফিউদ্দিন সদর থানার অধীনে দুই নম্বর (পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে) বিটে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি ঝিনাইদহ জেলার চান্দুখালি গ্রামে। তাঁর পরিবার ঝিনাইদহে থাকায় তিনি একাই নড়াইলে বসবাস করতেন।
পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাতে ডিউটি করে বাসায় ফিরলেও আজ বুধবার তাঁর কোনো খোঁজ না পেয়ে দুপুরে বাসার দরজা ভেঙে বাথরুমে মৃত অবস্থায় পাওয়া যায়।
নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হাফিজুর রহমান মুক্ত বলেন, ‘আজ দুপুর পৌনে ৩টার দিকে ওই পুলিশ কর্মকর্তাকে এখানে আনা হয়। আমি পরীক্ষা করে দেখেছি তাঁকে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।’
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেন বলেন, ‘গতকাল রাত ৮টা পর্যন্ত এসআই শফিউদ্দিন ডিউটি করেছেন। বাসায় তাঁর স্বাভাবিক মৃত্যু ঘটেছে, এটাই এখন পর্যন্ত জানা গেছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানানো যাবে।’
২০১৮ সালের ১৮ আগস্ট এস আই শফিউর নড়াইল সদর থানায় যোগ দেন।