সমালোচনার শিকার অসি অধিনায়ক ফিঞ্চ
অস্ট্রেলিয়ার হয়ে শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচে রান পাননি অ্যারন ফিঞ্চ। বিগ ব্যাশ লিগেও ভালো খেলতে পারছেন না। তাই আক্রমণ করা হয়েছে ফিঞ্চের স্ত্রী অ্যামি গ্রিফিথসকে। পাল্টা উত্তর দিলেন তিনিও।
সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রিফিথসকে আক্রমণ করা হয়। বলা হয় ফিঞ্চের উচিত অধিনায়কত্ব ছেড়ে দেওয়া। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে খবর, গ্রিফিথস পাল্টা লেখেন, ‘আমার চামড়া যথেষ্ট মোটা। সাধারণত এই ধরনের আক্রমণ আমি উপেক্ষা করি। তবে এবার সব সহ্যের সীমা অতিক্রম হয়ে গেছে।
অবশ্য বিরাট কোহালিও খারাপ খেললে তাঁর স্ত্রী আনুশকা শর্মাকে আক্রমণ করা হয়। এবার গ্রিফিথসকে আক্রমণের মুখে পড়তে হয়েছে। ফিঞ্চ চেষ্টা করছেন ছন্দ ফিরে পেতে, তাও জানিয়েছেন গ্রিফিথস।
ভারতের বিরুদ্ধে শেষ একদিনের সিরিজে সবচেয়ে বেশি রান ছিল ফিঞ্চের। এর পর থেকেই যেন ছন্দ হারিয়েছেন তিনি। ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দুই ইনিংসে করেছিলেন মাত্র ৩৫ রান। বিগ ব্যাশ লিগে ১৩টি ইনিংস খেলে ১৭৯ রান করেন তিনি। আইপিএলেও অবিক্রিত থেকে যেতে হয় অস্ট্রেলিয়ার অধিনায়ককে। ব্যাট হাতে কবে ছন্দ ফিরে পান ফিঞ্চ, সেই দিকেই তাকিয়ে সমর্থকরা।