দুই ছেলের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল বাবার
মাদারীপুরের শিবচর উপজেলায় দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বাবার মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তির নাম আ. মান্নান সরকার (৭৮)। তিনি উপজেলার কাদিরপুর ইউনিয়নের কাদির মুন্সিরকান্দি গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আ. মান্নান সরকারের ছেলে চাঁন মিয়া সরকার ও আবু কালাম সরকারের মধ্যে বেশ কিছুদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল বিকেলে বড় ভাই চাঁন মিয়া ঘর তৈরির জন্য ইট এনে বাড়ির এক জায়গায় রাখছিলেন। এ সময় ছোট ভাই আবু কালাম সেখানে ইট রাখা ও ঘর তৈরিতে বাধা দেন। এতে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়। এ পর্যায়ে দুই ভাই একে অপরকে কিলঘুসি মারতে থাকেন। এ সময় বৃদ্ধ বাবা আ. মান্নান সরকার দুই ছেলের ঝগড়া থামাতে এগিয়ে আসেন। এ সময় বড় ভাইয়ের ঘুসিতে ছোট ভাইয়ের নাক দিয়ে রক্ত বের হওয়া দেখে তাঁর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
স্থানীয়রা তাঁকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মান্নান সরকারকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শিবচর থানার উপপরিদর্শক (এসআই) রাম প্রসাদ বলেন, ‘ এ ব্যাপারে স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। দুই ছেলের ঝগড়া দেখে বৃদ্ধ বাবা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অসুস্থ হন এবং হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।’