এশিয়া কাপে দ্বিতীয় সারির দল পাঠাবে ভারত
এ বছর এশিয়া কাপ ক্রিকেট হবে কি না, তা নিয়ে একটা সংশয় আছে। যদি হয়ও টুর্নামেন্টে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে ভারত।
দ্বিতীয় সারির দল নিয়ে ভারত এশিয়া কাপ খেলতে গেলে বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পন্ত, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামিরা নাও থাকতে পারেন সেই দলে। সীমিত ওভারের দলের কয়েকজন ক্রিকেটারের সঙ্গে রিজার্ভ খেলোয়াড়দের টুর্নামেন্টের জন্য শ্রীলঙ্কায় পাঠাতে পারে ভারতীয় বোর্ড।
টাইমস অব ইন্ডিয়াকে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, ‘ইংল্যান্ড সফরের প্রস্তুতি নিয়ে আপোষ করা সম্ভব নয়। ক্রিকেটারদের দুবার বায়ো-বাবলে থাকতে বাধ্য করা যায় না। যদি এশিয়া কাপ আয়োজিত হয়, তবে ভারতের সামনে দ্বিতীয় সারির দল পাঠানো ছাড়া কোনো রাস্তা খোলা নেই।'
গতবছর করোনা মহামারির জন্য পরিত্যক্ত হওয়া এশিয়া কাপ এবছর জুনের শেষ সপ্তাহে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা। তবে ১৮-২২ জুন ভারত ইংল্যান্ডের মাটিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। পরবর্তী ইংল্যান্ড সফরের জন্য কোহলিরা টেস্ট চ্যাম্পিয়নশিপের পরে ইংল্যান্ডেই থেকে যেতে পারেন। ইংল্যান্ড সফরের পর ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
ব্যস্ত সূচির কারণে ভারতীয় দলকে টেস্ট চ্যাম্পিয়নশিপের পরে শ্রীলঙ্কায় পাঠানো, এর পর আবার টেস্ট সিরিজের জন্য ইংল্যান্ডে দল পাঠানোর ঝুঁকি নিতে চায় না বিসিসিআই। এদিকে পিসিবি কদিন আগে জানিয়েছে, ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলে ২০২৩ সাল পর্যন্ত স্থগিত করে দেওয়া হতে পারে এশিয়া কাপ।