দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ ডু প্লেসি
কদিন আগেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানান দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি। সাদা পোশাককে বিদায় জানানোর পর দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন তিনি। ২০২১-২২ মৌসুমের জন্য বোর্ডের চুক্তিতে সুযোগ হয়নি তাঁর।
নতুন চুক্তিতে ১৬ জনকে রেখেছে দক্ষিণ আফ্রিকা। যার মধ্যে প্রথমবার সুযোগ করে নিয়েছেন হাইনরিখ ক্লাসেন। একটি টেস্ট, ১৭ ওয়ানডে ও ১৬ টি-টোয়েন্টি খেলার পর ক্রিকেট বোর্ডের চুক্তিতে জায়গা করে নিলেন তিনি। নতুন চুক্তিতে পরিবর্তন কেবল এটিই এসেছে।
গত ১৭ ফেব্রুয়ারি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন ডু প্লেসি। আন্তর্জাতিক অঙ্গনে ৬৯টি টেস্ট ম্যাচ খেলার পর সাদা পোশাকের ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছেন এই প্রোটিয়া তারকা। টেস্টকে বিদায় জানানোর এক মাস পর চুক্তি থেকে বাদ পড়ার খবর পেলেন তিনি।
২০১২ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক হয় ডু প্লেসির। ওই ম্যাচে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি খেলে ম্যাচ সেরা হয়েছিলেন তিনি। এবি ডি ভিলিয়ার্সের পর ২০১৬ সালে ডু প্লেসির কাঁধে দায়িত্ব ওঠে অধিনায়কত্বের। নেতৃত্বের শুরুতে দারুণ ছিলেন তিনি। তাঁর অধীনে প্রথম ২৭ টেস্টের মধ্যে ১৭ ম্যাচ জিতেছিল দক্ষিণ আফ্রিকা। ৩৬ টেস্টে দক্ষিণ আফ্রিকার নেতৃত্ব দিয়েছেন তিনি।
দেশের হয়ে মোট ৬৯ টেস্টে ৪ হাজার ১৬৩ রান করেছেন ডু প্লেসি। এর মধ্যে ৪০ দশমিক ২ গড়ে হাফসেঞ্চুরি ছিল ২১টি আর সেঞ্চুরি ছিল ১০টি। এই ফরম্যাটে তাঁর সর্বোচ্চ সংগ্রহ ১৯৯।
চুক্তিবদ্ধ ১৬ জনের তালিকা : টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, ডিন এলগার, বিউরান হেনড্রিকস, রিজা হেনড্রিকস, হাইনরিখ ক্লাসেন, কেশভ মহারাজ, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, আনরিক নরকিয়া, আন্দিলে ফেলুকওয়ায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ফন ডার ডাসেন।