শূন্য হাতে দেশে ফিরলেন মাহমুদউল্লাহরা
নিউজিল্যান্ডের মাটিতে অতীত ইতিহাস বদলানোর স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু স্বপ্ন পূরণ হওয়া তো দূরের কথা, স্বাগতিকদের বিপক্ষে ন্যূনতম লড়াই পর্যন্ত করতে পারেনি লাল-সবুজের দল। নিউজিল্যান্ডে দুঃস্বপ্নের মতো এক সিরিজ শেষ করে শূন্য হাতে দেশে ফিরলেন মাহমুদউল্লাহরা।
আজ রোববার সিঙ্গাপুর এয়ারলাইনসের ফ্লাইটে করে সকাল পৌনে ১১টার দিকে ঢাকায় পা রাখে বাংলাদেশ দল। প্রায় দেড় মাস পর দেশে ফিরল লাল-সবুজের দল।
ওয়ানডে সিরিজ শেষে আগেই দেশে ফিরেছিলেন তামিম ইকবাল ও হাসান মাহমুদ। এবার টি-টোয়েন্টি শেষে দলের বাকিরা দেশে ফিরলেন।
নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলে বাংলাদেশ। কোনো ম্যাচেই লড়াই করতে পারেনি সফরকারীরা। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগের ব্যর্থতায় দুই সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। এই নিয়ে কিউইদের মাটিতে টানা ৩২ ম্যাচে পরাজিত বাংলাদেশ।
দেশে ফিরলেও আপাতত বসে থাকার সুযোগ নেই ক্রিকেটারদের। এই মাসেই শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। আগামী ২১ এপ্রিল থেকে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হওয়ার কথা রয়েছে। সফরে স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট খেলার কথা বাংলাদেশের। তাই এবার লঙ্কা সফরের জন্য প্রস্তুত হতে হবে লাল-সুবজদের।