সুনামগঞ্জে ৭৫০ পরিবার পেল প্রধানমন্ত্রীর করোনাকালীন উপহার
সুনামগঞ্জে করোনাভাইরাসের কারণে নানাভাবে ক্ষতিগ্রস্ত দরিদ্র, ভাসমান ও অস্বচ্ছল ৭৫০টি পরিবারকে প্রধানমন্ত্রীর দেওয়া করোনাকালীন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ স্টেডিয়ামে স্বাস্থ্যবিধি মেনে পৌর এলাকার ৭৫০ জনের মধ্যে উপহারসামগ্রী বিতরণ করা হয়।
উপহারসামগ্রী হিসেবে প্রত্যেক পরিবারকে ১৫ কেজি চাল, এক কেজি করে ডাল, পেঁয়াজ, আটা, লবণ, চিড়া, মুড়ি, দুই কেজি আলু, এক লিটার ভোজ্যতেল ও একটা করে সাবান দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, পৌরসভার মেয়র নাদের বখ্ত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাশেদ ইকাবাল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিজন কুমার সিংহ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, জেলা তথ্যকর্মকর্তা মো. আ. ছাত্তার প্রমুখ।
সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন জানান, প্রধানমন্ত্রীর দেওয়া উপহার সুনামগঞ্জ শহরের ক্ষতিগ্রস্ত দরিদ্র, ভাসমান ও অস্বচ্ছল ৭৫০ পরিবারকে দিয়ে আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এই কার্যক্রম চলবে। একইভাবে জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও এই উপহারের টাকা পাঠানো হয়েছে। তারাও কার্যক্রম পরিচালনা করবে।