পরিবহণ চালুর দাবিতে বিভিন্ন স্থানে শ্রমিকদের বিক্ষোভ
গণপরিবহণ চালুর দাবিতে দেশের বিভিন্ন স্থানে শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার দিনব্যাপী একাধিক জেলায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
দেশের বিভিন্ন স্থান থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর ; লক্ষ্মীপুরে বাস চালুসহ বিভিন্ন দাবি বাস্তবায়নে শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেছে। দুপুরে জেলা বাস ও মিনিবাস সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন উদ্যোগে এ মিছিল করা হয়।
মিছিলটি শহরের উত্তর তেমুহনী থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা জজ আদালতের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা বাস ও মিনিবাস সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শাহজাহান, পরিবহণ শ্রমিক নেতা আব্দুল আল মাসুদ, আবদুল কাদের ও খুরশিদ আলম প্রমুখ।
সমাবেশে বক্তারা জানান, উপার্জন বন্ধ থাকায় শ্রমিকরা অর্থনৈতিকভাবে সংকটে রয়েছে। পরিবারের লোকজন নিয়ে অনেক কষ্টে দিনাতিপাত করতে হচ্ছে তাদের। এ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সরকারকে বাস চালু করার অনুমতি দিতে হবে।
বক্তারা জানান, শ্রমিকদের দাবি না মালনে ৪ মে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থানসহ কঠোর কর্মসূচি পালন করা হবে।
এবিএম ফজলুর রহমান, পাবনা : করোনাকালীন লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহণ খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাবনার পরিবহণ শ্রমিকরা। বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের ডাকে আজ রোববার দুপুরে পাবনা জেলা মোটরশ্রমিক ইউনিয়ন ও ট্রাকচালক ইউনিয়নের যৌথ উদ্যোগে স্থানীয় পুরাতন বাসস্ট্যান্ড থেকে মিছিলটি বের হয়।
সমাবেশে বক্তব্য দেন, পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক আলহাজ মোশারফ হোসেন, মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ফিরোজ হোসেন, ট্রাকচালক ইউনিয়নের সভাপতি শহিদুল্লাহ শেখ, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ইসহাক, মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সহসভাপতি জীবন কুমার সরকার, সাবেক লাইন সম্পাদক আলাল হোসেন।
সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া : অর্ধেক যাত্রী নিয়ে স্বাস্থ্যবিধি মেনে বাস চালু, শ্রমিকদের খাদ্য সহায়তার দাবি আদায়ে কুষ্টিয়ায় বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। আজ বেলা ১১টায় শহরের মজমপুর গেটে এ কর্মসূচি পালন করে শ্রমিকরা।
সমাবেশে বক্তারা বলেন, প্রায় একমাস কর্মহীন হয়ে বাসের শ্রমিকরা পরিবার নিয়ে চরম মানবেতর জীবন কাটাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকেও সেইভাবে খাদ্য সহায়তা করেনি। এ অবস্থায় বাস চলাচল চালু না হলে শ্রমিকদের বাচ্চাদের না খেয়ে থাকতে হবে।
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ : স্বাস্থ্যবিধি মেনে বাস চালুর দাবিতে মুন্সীগঞ্জে জেলা পরিবহণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে বিক্ষোভ মিছিল করা হয়েছে। আজ রোববার বেলা ১১টায় জেলার সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আ. সালাম, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, মুন্সীগঞ্জ জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল হোসেনসহ বিভিন্ন পরিবহণ শ্রমিক।
বিক্ষোভ মিছিলে তাঁরা দাবি করেন, মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহণ ও পণ্য পরিবহণ চলাচলের ব্যবস্থা করতে হবে। সড়ক পরিবহণ শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা প্রদান করতে হবে। সারাদেশে বাস ট্রাক টার্মিনালগুলোতে পরিবহণ শ্রমিকদের জন্য ১০ টাকা কেজিতে ওএমএসের চাল দিতে হবে।
ভজন দাস, নেত্রকোনা : তিন দফা দাবিতে নেত্রকোনায় পরিবহণ শ্রমিকদের বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। জেলা মটরযান কর্মচারী ইউনিয়নের উদ্যোগে পরিবহণ শ্রমিকেরা এই বিক্ষোভ করেন।
জেলা শহরের বারহাট্রা রোড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ছোটবাজার, কেন্দ্রীয় শহীদ মিনার, বড়বাজার প্রদক্ষিণ করে।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে গণপরিবহণ চালু, শ্রমিকদের আর্থিক অনুদান, খাদ্য সহায়তার দাবি জানান বক্তারা।
সমাবেশে বক্তব্য দেন জেলা মটরযান কর্মচারী ইউনিয়নের সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক মো. আদব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শিবলি সাদিক প্রমুখ।
আইয়ুব আলী, ময়মনসিংহ : ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পরিবহণ শ্রমিকরা। আজ দুপুরে নগরীর বড়বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাটগুদাম ব্রিজের মোড়ে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন, জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন চানু ও সাংগঠনিক সম্পাদক বিকাশ ঘোষ প্রমুখ। বক্তারা অবিলম্বে গণপরিবহণ চালুসহ তিন দফা বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের কর্মসূচির হুমকি দেন।