‘ঈদের আনন্দে পরিপূর্ণ হোক সবার ঘর’
সারা দেশে আজ শুক্রবার উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। করোনার এই সময়ে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন সবাই। ভক্তদের শুভেচ্ছা জানাতে ভুলেননি বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগমাধ্যমে সাবধান থাকার পরামর্শও দিয়েছেন তাঁরা।
নিজের ফেসবুক পেজে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান লিখেছেন, ‘এই ঈদে, আসুন আমরা আমাদের প্রিয়জনদের সুরক্ষার জন্য ঘরে থেকে উদযাপন করি। সবার জীবনে বয়ে আনুক আশীর্বাদ ও আনন্দ। সবাইকে ঈদ মোবারক!’
তারকা ওপেনার তামিম ইকবাল লিখেছেন, ‘সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। যে যেখানে আছেন, সুস্থ থাকুন ও পরিবারের সঙ্গে নিরাপদে ঈদ করুন।’
বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ ভক্তদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘ঈদের আনন্দে পরিপূর্ণ হোক আপনার ঘর। ফিরে আসুক আবার চিরায়ত উৎসবের ঈদ আমাদের জীবনে।’
তারকা পেসার তাসকিন আহমেদ লিখেছেন, ‘সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। যে যেখানে আছেন, সুস্থ থাকুন, পরিবারের সঙ্গে ঈদ করুন।
স্পিনার মেহেদী হাসান মিরাজ নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘এই ঈদ গোটা মানবজাতির জন্য কল্যাণ বয়ে আনুক যেন আমরা সবাই শান্তি ও প্রীতির সম্মিলনে পথ চলতে পারি।’
ওপেনার সৌম্য সরকার ঈদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘ঈদ মোবারক। ঘরে থাকুন, নিরাপদ থাকুন।’
এছাড়া মুশফিকুর রহিম, রুবেল হোসেনসহ আরও অনেকেই ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
তবে এবার অন্যরকম ঈদ উদযাপন করছেন আইপিএল খেলে ফেরা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। পরিবার ছেড়ে হোটেলকক্ষে পার করছেন তারা। ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে তাঁদের। অবশ্য দুবার করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েছে তাঁদের।