বিশ্বকাপে দল বাড়াচ্ছে আইসিসি
১০ দল নিয়ে বিশ্বকাপ আয়োজন করায় সমালোচনা শুনতে হয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে। অবশেষে নিজেদের অবস্থা থেকে সরে দাঁড়িয়েছে আইসিসি। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ থেকে দল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। শুধু তাই নয় দল বাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপেও।
আজ মঙ্গলবার রাতে এক সংবাদ বিবৃতিতে বিশ্বকাপে দল বাড়ানো কথা জানিয়েছে আইসিসি। ১৪ দল নিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া ২০ দল নিয়ে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
বিবৃতিতে আইসিসি জানিয়েছে, ১৪ দল নিয়ে হবে ২০২৭ ও ২০৩১ বিশ্বকাপ। এ ক্ষেত্রে ম্যাচ হবে ৫৪টি। ২০২৪ থেকে ২০৩১ সালের পরবর্তী ৮ বছরের চক্রে বাস্তবে রূপ নিবে এই পদক্ষেপ। আর টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাড়বে দলের সংখ্যা। দুই বছর পরপর হবে ২০ ওভারের এই টুর্নামেন্ট।
ওয়ানডে বিশ্বকাপে ১৪টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রত্যেক গ্রুপের শীর্ষ তিন দলকে নিয়ে হবে সুপার সিক্স। এরপর লিগ পদ্ধতিতে তারা একে অপররের বিপক্ষে খেলবে। প্রথম চার দল খেলবে সেমিফাইনাল। তারপর হবে ফাইনাল। মেয়েদের দুই সংস্করণের বিশ্বকাপে দল বাড়ানোর ঘোষণা আগেই দিয়েছিল আইসিসি। এবার সেটাও হয়ে গেল।
আইসিসি ইভেন্ট ২০২৪-২০৩১ (পুরুষ):
ওয়ানডে বিশ্বকাপ- ২০২৭, ২০৩১ সালের বিশ্বকাপ হবে ১৪ দলের।
টি-টোয়েন্টি বিশ্বকাপ- ২০২৪, ২০২৬, ২০২৮, ২০৩০ বিশ্বকাপ হবে ২০ দলের।
চ্যাম্পিয়ন্স ট্রফি- ২০২৫, ২০২৯ চ্যাম্পিয়নস ট্রফি হবে ৮ দলের।
ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল- ২০২৫, ২০২৭, ২০২৯, ২০৩১ সালে হবে।
আইসিসি ইভেন্ট ২০২৪-২০৩১ (নারী):
টি-টোয়েন্টি বিশ্বকাপ- ২০২৪ বিশ্বকাপ ১০ দলের, ২০২৬, ২০২৮ ও ২০৩০ সালের বিশ্বকাপ ১২ দলের।
ক্রিকেট বিশ্বকাপ- ২০২৫ বিশ্বকাপ হবে ৮ দলের। ২০২৯ সালে হবে ১০ দলের।
টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স ট্রফি- ২০২৭, ২০৩১ সালে ৬ দলের।
আইসিসি ইভেন্ট ২০২৪-২০৩১ (অনুর্ধ্ব-১৯):
পুরুষ ক্রিকেট বিশ্বকাপ- ২০২৪, ২০২৬, ২০২৮, ২০৩০ সালে।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ- ২০২৫, ২০২৭, ২০২৯, ২০৩১ সালে।