সিঁড়ির সঙ্গে ধাক্কা খেয়ে অটোরিকশা খালে, প্রাণ গেল দুজনের
চট্টগ্রামের ষোলশহর এলাকার মেয়র গলিতে বাড়ির সামনের সিঁড়ির সঙ্গে ধাক্কা খেয়ে যাত্রীবাহী একটি অটোরিকশা রাস্তা থেকে পাশের খালে পড়ে যায়। এ সময় অটোরিকশা থেকে তিনজনকে আহতাবস্থায় বের করে আনতে পারলেও চালক ও এক যাত্রী মারা গেছেন। আজ বুধবার সকালে চশমা হিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সিএনজিচালিত অটোরিকশার চালক মো. সুলতান ও যাত্রী খতিজা বেগম। তাদের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রাখা আছে। এ ছাড়া আহত তিনজনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স জানায়, সিএনজিচালিত অটোরিকশাটি পাঁচ যাত্রী নিয়ে মেডিকেলের দিকে যাচ্ছিল। এ সময় সরু গলিতে বাড়ির সামনের সিঁড়ির সঙ্গে ধাক্কা খেয়ে অটোরিকশাটি রাস্তা থেকে পাশের চশমা হিল খালে পড়ে যায়। তখন তিন যাত্রী বেরিয়ে আসতে পারলেও চালক ও অপর যাত্রীসহ অটোরিকশাটি স্রোতের টানে খালের মধ্যে তলিয়ে যায়।
ফায়ার সার্ভিস খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় নিখোঁজ চালক ও যাত্রীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল নিয়ে যায়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আলাউদ্দীন জানান, হাসপাতালে নেওয়ার পর চালক সুলতান ও যাত্রী খতিজা বেগমকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
চট্টগ্রামে কয়েক ঘণ্টার ভারি বৃষ্টিপাতে নগরীর নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগ বেড়েছে অফিসগামী সাধারণ মানুষের।