আমিরের ঘটনাই অসহিষ্ণুতার প্রমাণ : কবির সুমন
অসহিষ্ণুতার বিতর্ক যেন আর ভারতের পিছু ছাড়ছে না, বরং আরো আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরছে। বিশেষ করে আমির খানের মন্তব্যের পর আবারো সরগরম হয়ে উঠেছে ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গন। এবার তা নিয়ে মন্তব্য করেছেন কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী ও পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের সাবেক সাংসদ কবির সুমন।
বার্তা সংস্থা আইএএনএস জানিয়েছে, আমির খানকে নিয়ে সৃষ্ট সাম্প্রতিক বিতর্কের কথা উল্লেখ করে গত বৃহস্পতিবার কবির সুমন বলেন, ‘আমিরের ঘটনাই ভারতে বিদ্যমান অসহিষ্ণুতার প্রমাণ।’
কবির সুমন বলেন, ‘আমির এবং তাঁর স্ত্রী বলেছেন, তাঁদের কারোরই দেশত্যাগের কোনো ইচ্ছা নেই। কিন্তু তার পরও যে তীব্র প্রতিক্রিয়ার সম্মুখীন তাঁরা হচ্ছেন, সেটাই প্রমাণ করে যে উদ্বিগ্ন হওয়ার মতো পরিস্থিতি ভারতে বিদ্যমান।’
বৃহস্পতিবার এক অনুষ্ঠানে অংশ নিয়ে কবির সুমন বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি নিয়েও মন্তব্য করেন। তবে অসহিষ্ণুতা ছড়ানোর জন্য বিজেপি সরকারই শুধু দায়ী, এমনটা মনে করেন না তিনি।
কবির সুমন বলেন, ‘সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার একটা প্রবণতা বিজেপির রাজনৈতিক মতাদর্শে রয়েছে ঠিকই, কিন্তু এই অসহিষ্ণুতার জন্য শুধু বিজেপি দায়ী নয়। এটার জন্য দায়ী আমাদের মানসিকতা এবং অন্যকে দোষারোপ করার প্রবণতা।’
তৃণমূল কংগ্রেসের সাবেক এই সাংসদ নিজের দলকেও ছেড়ে দেননি। তিনি বলেন, ‘এ ধরনের সেক্যুলার পার্টিগুলো (তৃণমূল কংগ্রেস, সিপিআই-এম) আরএসএস (রাষ্ট্রীয় সমাজসেবক সংঘ) এর চেয়েও বেশি ভয়ংকর।’