আমিরকে থাপড় দিলেই এক লাখ রুপি পুরস্কার
ভারতে অসহিষ্ণুতা নিয়ে মন্তব্য করায় বলিউড অভিনেতা আমির খানকে থাপড় দিতে বলেছে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন শিবসেনার পাঞ্জাব শাখা। থাপড়ের পুরস্কার হিসেবে এক লাখ রুপি দেওয়ারও ঘোষণা দিয়েছে সংগঠনটি।
দি ইন্ডিয়ান এক্সপ্রেস-এর খবরে বলা হয়, আমিরের মন্তব্যের প্রতিবাদে গতকাল বুধবার পাঞ্জাবের লুধিয়ানায় এমবিডি র্যাডিসন ব্লু হোটেলের সামনে বিক্ষোভ করে শিবসেনার পাঞ্জাব শাখার সদস্যরা। ওই সময় সংগঠনটির পাঞ্জাব শাখার সভাপতি রাজীব টেন্ডন বলেন, ‘যে কেউ আমির খানকে থাপড় দিলে শিবসেনার পক্ষ থেকে থাপড়প্রতি এক লাখ রুপি দেওয়া হবে।’
মুক্তিপ্রতীক্ষিত ছবি ‘দাঙ্গাল’-এর কাজে লুধিয়ানার হোটেলটিতে অবস্থান করছেন আমির। তাঁর সঙ্গে ছবির অন্য কলাকুশলীরাও আছেন। সেদিকে ইঙ্গিত করে শিবসেনার পাঞ্জাব সভাপতি বলেন, ‘আমরা হোটেলের (এমবিডি র্যাডিসন ব্লু) ব্যবস্থাপক, কর্মচারী এবং তাঁর (আমির) দলের লোকজনকে থাপড় দিয়ে এক লাখ রুপি লুফে নেওয়ার সুযোগ দিচ্ছি।’
ওই বিক্ষোভের সময় এমবিডি র্যাডিসন ব্লু হোটেলের সামনের রাস্তা বন্ধ করে দেয় শিবসেনার নেতাকর্মীরা। এ সময় তারা আমিরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় এবং তাঁর ছবি পোড়ায়।
গত সোমবার ভারতের ক্রমবর্ধমান অসহিষ্ণুতা নিয়ে মুখ খোলেন বলিউডের আলোচিত অভিনেতা আমির খান। নয়াদিল্লিতে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি আতঙ্কিত। আমার স্ত্রী (কিরণ রাও) ভারতের বাইরে চলে যাওয়ার কথা বলছে।’
‘কিরণ খুবই ভয় পেয়েছে। কী থেকে কী হয়, তা নিয়ে সংশয়ে রয়েছি আমরা সবাই। আমাদের ওপর যদি হামলা হয়?,’ যোগ করেন আমির।
ওই বক্তব্যের পর ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি), শিবসেনাসহ বিভিন্ন সংগঠন আমিরের সমালোচনায় মুখর হয়ে ওঠে। এমনকি ভারতের নামী কিছু অভিনেতা-অভিনেত্রীও আমিরের সমালোচনা করেন। তাঁদের কেউ কেউ আমিরকে নিজ গন্তব্য ঠিক করারও পরামর্শ দেন। আর আমিরকে নিয়ে একের পর এক আক্রমণাত্মক বক্তব্য দিয়েই চলছে শিবসেনা।