বিএনপি আবেদন করলে ‘দেখবে’ নির্বাচন কমিশন
নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেছেন, লিখিতভাবে বিএনপি তাঁদের দাবি কমিশনকে না জানালে এ বিষয়ে কমিশনের কিছু করণীয় নেই। তবে লিখিত দাবি পেলে, আলোচনা করে বাস্তবতার ভিত্তিতে কমিশন নেবে।urgentPhoto
আজ শুক্রবার টেলিফোনে মো. শাহনেওয়াজ এনটিভিকে বলেন, ‘আমাদের কাছে না আসা পর্যন্ত এতে মন্তব্য করার কোনো উপায় নেই। এটা তো বৈঠকে সিদ্ধান্ত হবে, সবাই মিলে ওনারা কী চেয়েছেন, আমাদের পক্ষে সম্ভব কি না এগুলো দেখা। কোনো দল যদি কোনো দাবি পেশ করে সেটা বাস্তবতার ভিত্তিতে কমিশন ব্যবস্থা নেবে।’
শাহনেওয়াজ আরো বলেন, ‘যদি আনুষ্ঠানিকভাবে পাঠায়, কী কী বিষয় এসেছে দেখে আইনগত দিক ও বাস্তবতা দেখা হবে।’
দেশের ২৩৬টি পৌরসভায় আগামী ৩০ ডিসেম্বর পৌরসভা নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এবারই প্রথম দলীয় মনোনয়নের ভিত্তিতে ও দলীয় প্রতীক নিয়ে মেয়র পদে লড়বেন প্রার্থীরা।
আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন জানিয়েছেন, কিছু শর্তের ভিত্তিতে আসন্ন পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করবে বিএনপি। এ সময় দলের পক্ষ থেকে পৌরসভা নির্বাচন ১৫ দিন পিছিয়ে দেওয়ারও দাবি জানানো হয়।