অক্টোবর-নভেম্বরের দিকে পৌর নির্বাচন : শাহনেওয়াজ
নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেছেন, চলতি বছরের অক্টোবর-নভেম্বরের দিকে পৌরসভার নির্বাচন এবং আগামী বছরের প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে।
আজ বুধবার শহরের ষোলঘর এলাকায় নতুন জায়গায় চাঁদপুর জেলা নির্বাচন অফিসের ভবন ও কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে নির্বাচন কমিশনার এসব কথা বলেন।
এ সময় মো. শাহনেওয়াজ স্মার্ট কার্ড প্রসঙ্গে বলেন, বর্তমানে জায়গা সংকটের কারণে স্মার্ট কার্ডের যাবতীয় কাজ করতে বিলম্ব হচ্ছে। আমরা এরই মধ্যে প্রধানমন্ত্রীর কাছে স্মার্ট কার্ড কার্যক্রমের জন্য জায়গা চেয়েছি। খুব শিগগিরই জায়গা পাওয়া যাবে। তাহলে দুই থেকে তিন মাসের মধ্যে স্মার্ট কার্ড দেওয়া যাবে।
বর্তমানে যে কার্ড আছে তা খুব সহজেই নকল করা যাচ্ছে উল্লেখ করে নির্বাচন কমিশনার শাহনেওয়াজ বলেন, যে স্মার্ট কার্ড দেওয়ার জন্য প্রক্রিয়া শুরু হয়েছে- তা আধুনিক। এই কার্ড বিন্দুমাত্র নকল বা ডুপ্লিকেট করা যাবে না। এই কার্ডে একটি চিপস্ থাকবে। এই স্মার্ট কার্ড বিদেশে বিভিন্ন পদ্ধতির সাহায্যে করা হয়েছে।
বার্তা সংস্থা বাসস জানায়, জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতাউর রহমানসহ অন্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।