ভৈরবে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
১৪ কেজি গাঁজাসহ দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। আটককৃতরা হলেন ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকার অন্তর আহমেদ জয় এবং সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার কামলাবাজ গ্রামের ফজলুল হক (৫৫)। আজ মঙ্গলবার বিকেলে শহরের কালিপুর উত্তরপাড়ার হাফেজিয়া মাদ্রাসার সামনের রাস্তা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রিয় আসছে বলে জানিয়েছেন কোম্পানি কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।