সাকিব-মাহমুদউল্লাহর পরামর্শে বদলে গেলেন নাসুম
১৩১ রানের ছোট পুঁজি। এত ছোট সংগ্রহ নিয়ে লড়াই করা অনেকটা অসম্ভবই বটে। কিন্তু এই অসাধ্য সাধন করেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে হারিয়েছে ২৩ রানের ব্যবধানে। আর এই জয়ে বল হাতে দারুণ অবদান রেখেছেন তরুণ স্পিনার নাসুম আহমেদ। তাঁর দুর্দান্ত বোলিংয়েই অস্ট্রেলিয়া বধ করতে পেরেছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে অসিদের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম জয়। জয়ের নায়ক নাসুম ম্যাচ শেষে জানালেন, তাঁর প্রতিটি ওভারেই অনুপ্রেরণা হয়ে ছিলেন সাকিব আল হাসান ও অধিনায়ক মাহমুদউল্লাহ।
৪-০-১৯-৪ অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন দারুণ স্পেল করেছেন নাসুম। নাসুমের সঙ্গে ভালো বল করেছেন মুস্তাফিজ, শরিফুলরাও। ফলে পাঁচ ম্যাচের সিরিজের প্রথমটি জিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেল মাহমুদউল্লাহর দল।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নাসুম বলেন, ‘কাল যখন নেটে বল করছিলাম তখন কোচ আমাকে বলেছিলেন, তুমি কাল খেলবে, তোমার ওপর অনেক দায়িত্ব। তখন থেকেই আমি কিছুটা চিন্তিত ছিলাম যে, কী করব, না করব। খুব উত্তেজিত ছিলাম। শেষ ম্যাচটা আমি অনেক বাজে করেছি তাই খুব চিন্তা হচ্ছিল। কিন্তু আজ মাহমুদউল্লাহ ভাই বলছিলেন, যে এই রান নিয়েই আমরা ফাইট করব। আমরা যতটুকু পারি এই ১৩১ রান নিয়েই জেতার চেষ্টা করব। মাহমুদউল্লাহ ভাই বলেছিলেন, আমরা ডট বল দেব বেশি বেশি। ডট বলের চিন্তাই বেশি ছিল। ওইটাই চিন্তায় ছিল।’
নাসুম আরও বলেন. ‘প্রথম দুটি বল করার পর সাকিব ভাই বলেছিলেন, এখানে আরও আস্তে বল করতে, আরও সামনে এগিয়ে করতে। প্রতিটা ওভারেই মাহমুদউল্লাহ ভাই, সাকিব ভাই আমার সঙ্গে কথা বলেছেন। মাহমুদউল্লাহ ভাই বলেছেন, আমাকে আমার মতো বল করতে। আমিও আসলে সেটা করার চেষ্টা করেছি।’
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ মঙ্গলবার টসে হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৩১ রান করে বাংলাদেশ। জবাব দিতে নেমে ২০ ওভারে ১০৮ রানে থেমে যায় অস্ট্রেলিয়া।
এর আগে চারবার অসিদের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সবগুলোই ছিল বিশ্বকাপের মঞ্চে। এবারই প্রথম দ্বিপক্ষীয় সিরিজ খেলার সুযোগ হয়। আর প্রথম সিরিজেই বাংলাদেশ পেল প্রথম জয়ের স্বাদ।