নাসুমের চড় কাণ্ডকে ‘ডাহা মিথ্যা’ বললেন পাপন
ভারতের মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ড ম্যাচ চলাকালীন সময়ে স্পিনার নাসুম আহমেদকে চড় মারার অভিযোগ ওঠে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিরুদ্ধে। দেশের একটি বেসরকারি টেলিভিশনে এ নিয়ে খবরও প্রচার করে। অভিযোগ ওঠার পর এ বিষয়ে এতদিন পর মুখ খুললেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।
আজ শনিবার (৯ ডিসেম্বর) ঢাকা টেস্ট শেষে গণমাধ্যমে চড়কাণ্ড প্রসঙ্গে পাপন বলেন, ‘আমি জানি না। আমি কখনও এমন কথা শুনি না। এটা একটা টিভিতে যখন প্রচার করা হয়, তখন আমি জেনেছি। টিভিতে বলা হয়, ‘আমি গিয়ে আবার কোচকে খুব শাসিয়েছি। এরকম কিছু। আমি আসলে অনুষ্ঠানটা দেখিনি। আমি তো জানি এটা ডাহা মিথ্যা, এরপর আর তো আমার কিছু বলার নাই। যে জিনিসটা আমি মিথ্যা, এটা নিয়ে কথা বলবো কেন।’
বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। সে ম্যাচে বিরতির সময় একাদশের বাইরে থাকা নাসুম আহমেদকে পানি নিয়ে মাঠে যেতে বলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সব কিছু গুছিয়ে পানি নিয়ে মাঠে যেতে নাসুম আহমেদের ৩০ সেকেন্ড দেরি হয়। এ কারণেই সেদিন তাকে চড় মারেন হাথুরু। দেশের একটি টেলিভিশন চ্যানেলে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।