কাজ শেষে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী, প্রাণ হারালেন ছুরিকাঘাতে
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় মঈনুল হাসান পলাশ (৩০) নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার চরশ্রীরামপুর মোড় এলাকায় গতকাল রোববার রাত ৯টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত পলাশ চরশ্রীরামপুর এলাকার বাসিন্দা। তাঁর পাঁচ মাস বয়সী এক মেয়ে সন্তান রয়েছে।
পুলিশ ও নিহত পলাশের স্বজনেরা জানান, পলাশ চরশ্রীরামপুর মোড়ের বাজারে মোবাইল, ফ্লেক্সিলোড, নগদ, বিকাশের ব্যবসা করতেন। গতকাল রাতে দোকান বন্ধ করে কয়েকটি মোবাইল ফোন এবং চার থেকে পাঁচ লাখ টাকা সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় চরশ্রীরামপুর এলাকার একটি পুকুরপাড়ে এলে দুর্বৃত্তরা তাঁকে ছুরিকাঘাত করে হত্যার পর লাশ ফেলে রেখে চলে যায়।
পরে গতকাল রাতেই পলাশের বড় ভাই মাহবুব কায়েস জুয়েল পুলিশ ও সাংবাদিকদের জানান, তাঁর ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
আজ সোমবার সকালে গৌরীপুর থানার ডিউটি অফিসার সমর দাস জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা করা হয়নি। এ ছাড়া এখন পর্যন্ত কেউ আটক হয়নি।
ওসি আব্দুল হালিম জানান, লাশের শরীরে অস্ত্রাঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। পরিবার থেকে মামলা করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।