বার্সায় মেসির ১০ নম্বর জার্সির কী হবে?
২১ বছরের সম্পর্ক ছিন্ন করে বার্সেলোনা থেকে বিদায় নিলেন লিওনেল মেসি। এত বছর ধরে কাতালান ক্লাবটিতে ১০ নম্বর জার্সি পরে খেলেছেন মেসি। এখন আর্জেন্টাইন তারকার বিদায়ে প্রশ্ন উঠছে কে পরবেন তাঁর ১০ নম্বর জার্সি?
এখন পর্যন্ত ১০ নম্বর আইকনিক জার্সিটি কাউকে দেয়নি বার্সা। জুভেন্টাসের বিপক্ষে হুয়ান গাম্পার ট্রফিতে বার্সার কেউ পরেননি ১০ নম্বর জার্সিটি। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদন অনুসারে, ধারণা করা হচ্ছে পুরো মৌসুমেই ১০ নম্বর জার্সি ছাড়াই খেলতে পারে বার্সেলোনা।
মেসির আগে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো ১০ নম্বর জার্সিটি পরেছিলেন। তিনি বিদায়ের সময় প্রস্তাব দিয়েছিলেন, মেসির বিদায়ের পর যেন এই জার্সিটি তুলে রাখে বার্সা। যদিও লা লিগায় সেটার নিয়ম নেই। জার্সি একেবারে তুলে রাখা যাবে না। তবে ধারণা করা হচ্ছে, এই মৌসুমে ১০ নম্বর জার্সিটি ছাড়াই মাঠে নামতে পারে বার্সা।
বার্সেলোনায় এখনও পর্যন্ত ১০ নম্বর জার্সি পরেছেন অ্যাঞ্জেল কুয়েলার (১৯৯৫-৯৬), জিওভান্নি (১৯৯৬-৯৭), জারি লিটমানেন (১৯৯৯-২০০০), রিভালদো (২০০০-২০০২), হুয়ান রিকুয়েলমে (২০০২-২০০৩), রোনালদিনহো (২০০৩-২০০৮) ও মেসি (২০০৮-২০২১)।
এদিকে লিওনেল মেসির বিদায়ে বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে কাতালান ক্লাবটি। মেসির বিদায় ক্লাবটির ব্র্যান্ড মূল্য ১৩৭ মিলিয়ন ইউরো কমে যাচ্ছে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।
ব্র্যান্ড ফাইন্যান্সের এক প্রতিবেদন অনুসারে, মেসি চলে যাওয়ায় বার্সার ব্র্যান্ডের মূল্য ১১ শতাংশ হ্রাস পাবে। অর্থাৎ ২০২১ সালে তাদের নির্ধারিত ব্র্যান্ডের মূল্য থেকে ১৩৭ মিলিয়ন ইউরো হারাতে পারে বার্সা।
এ ছাড়াও মার্কা জানাচ্ছে, মেসির জার্সি ও অন্যান্য পণ্য বিক্রি করে যে অর্থ আসত সেটাও হারাতে পারে। এর ফলে বাণিজ্যিক আয়ের ক্ষেত্রেও ৭৭ মিলিয়ন ইউরো হারাতে পারে স্প্যানিশ ক্লাবটি। এর আগে ২০১৮ সালে ক্রিস্টিয়ানো রোনালদো যখন রিয়াল মাদ্রিদ ছেড়ে দেন তখন ক্লাবটির মূল্য ১৯ শতাংশ কমে যায়।
অন্যদিকে মেসি যদি পিএসজিতে যোগ দেন তাহলে ফরাসি ফুটবলের জনপ্রিয়তা এবং টিভি দর্শক বাড়বে। এখনই এর প্রভাব পড়েছে দেশটির শেয়ার বাজারে। বাড়তে শুরু করেছে পিএসজির ব্র্যান্ডমূল্য।