ন্যু ক্যাম্প থেকে খুলে ফেলা হলো মেসির পোস্টার
অনেক চেষ্টা করেও আটকে রাখা গেল না লিওনেল মেসিকে। এরই মধ্যে তিনি প্যারিসে চলে গেছেন নতুন ক্লাবের সঙ্গে চুক্তি সারতে। আজ মঙ্গলবার সপরিবারে ফ্রান্সে পৌঁছেছেন তিনি।
সবকিছু নিশ্চিত হলেও এখনো আনুষ্ঠানিকভাবে চুক্তি হয়নি। রয়টার্সের খবরে জানা গেছে, বৃহস্পতিবার মেসির সঙ্গে চুক্তি হতে পারে পিএসজির, পরে জার্সি উন্মোচন হওয়ার কথা।
এদিকে ন্যু ক্যাম্প থেকে মেসির পোস্টার খুলে ফেলেছে বার্সেলোনার ক্লাব কতৃপক্ষ। স্পেন ছাড়ার পরই তাঁর পোস্টার খুলে ফেলা হয়।
এদিকে ফ্রান্সে যাওয়ার পরই বীরোচিত অভ্যর্থনা পেলেন মেসি। আজ মঙ্গলবার প্যারিসের লে বুরজে এয়ারপোর্টের পৌঁছানোর পর সমর্থকরা ‘মেসি, মেসি, মেসি’ স্লোগান দেন। আর মেসি হাত নেড়ে জবাব দেন। তাঁর পরনে ছিল সাদা টি শার্ট। বুকে লেখা ছিল ‘দিস ইস প্যারিস’।
পিএসজিতে সব ভাতা মিলে বছরে কর বাদ দিয়ে ৩ কোটি ৫০ লাখ ইউরো বার্ষিক বেতন পাবেন মেসি। সেখানে রয়েছেন নেইমার ও এমবাপ্পের মতো তারকা ফুটবলার। তাঁদের সঙ্গে মেসি যোগ দিলে ফ্রান্সের ক্লাবের আক্রমণভাগ আরও শক্তিশালী হবে। রিয়াল মাদ্রিদের সাবেক ফুটবলার সার্জিও রামোসও পিএসজিতে যোগ দিয়েছেন।