বিশ্বজুড়ে সর্বাধিক ডাউনলোড হওয়া অ্যাপের তালিকায় শীর্ষে টিকটক
গত বছর বিশ্বজুড়ে সর্বাধিক ডাউনলোড হওয়া অ্যাপের নাম টিকটক। ফেসবুক মেসেঞ্জারকে হটিয়ে এই তালিকার শীর্ষস্থান দখল করেছে স্বল্পদৈর্ঘ্যের ভিডিও শেয়ারিং অ্যাপটি।
গতকাল মঙ্গলবার ডিজিটাল অ্যানালিটিকস প্রতিষ্ঠান অ্যাপ অ্যানির বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
টিকটক ছাড়া সর্বাধিক ডাউনলোডের তালিকায় শীর্ষ পাঁচে থাকা বাকি অ্যাপগুলোর সবকটিই টেক জায়ান্ট ফেসবুকের মালিকানাধীন। তবে, নিজ দেশ অর্থাৎ চীনে টিকটকের মালিক বাইটড্যান্সের সঙ্গে শীর্ষস্থান ভাগাভাগি করেছে চীনা ভাষার ভিডিও অ্যাপ ডুয়োইন।
২০১৮ সালে এই তালিকাপ্রণয়ন শুরুর পর থেকেই শীর্ষস্থানগুলো দখলে রেখেছে ফেসবুক, তথা মার্ক জাকারবার্গের মালিকানাধীন অ্যাপগুলো। ২০২০ সালে টিকটকের পর সর্বাধিক ডাউনলোড হওয়া অ্যাপগুলোর মধ্যে রয়েছে যথাক্রমে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ফেসবুক মেসেঞ্জার।
গত বছর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করে একটি নির্বাহী আদেশ জারি করেছিলেন। চীনা অ্যাপটিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করত তাঁর প্রশাসন। তবে, জো বাইডেন ক্ষমতায় এসেই টিকটকের ওপর থেকে ট্রাম্পের সেই নিষেধাজ্ঞা তুলে নেন।