যখন মেসি ছিল প্রতিপক্ষ আমাদের খুব ভয় করত : বার্সা কোচ
একুশ বছর ধরে বার্সেলোনার সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ছিলেন লিওনেল মেসি। কাতালান ক্লাবটির বিপক্ষে ম্যাচ মানেই প্রতিপক্ষের কৌশল ছিল মেসিকে নিয়ে। বার্সা তারকাকে ঘিরেই বেশি ভয় ছিল প্রতিপক্ষের। কিন্তু , এখন পরিস্থিতি পাল্টেছে। মেসি এখন বার্সার অতীত অধ্যায়। সেটা প্রতিপক্ষের জন্য স্বস্তিই বটে। ব্যাপারটা স্বীকার করে নিলেন বার্সা কোচ রোনাল্ড কোম্যান। মৌসুমের দ্বিতীয় ম্যাচেই হোঁচট খাওয়ার পর কোচের উপলব্ধি, মেসি যখন ছিল তখন বার্সাকে প্রতিপক্ষ খুব ভয় করত।
মৌসুমের শুরুটা জয় দিয়ে করা বার্সেলোনা দ্বিতীয় ম্যাচে এসেই হোঁচট খায়। লা লিগার এবারের মৌসুমে নিজেদের দ্বিতীয় ম্যাচে অ্যাথলেটিকো বিলবাওয়ের মাঠে কোনোমতে হার এড়িয়েছে কাতালান ক্লাবটি। গতকাল শনিবার রাতে বিলবাওয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা। ম্যাচটির পর সংবাদ সম্মেলনে ঘুরেফিরে প্রসঙ্গ ওঠে পিএসজিতে চলে যাওয়ার মেসির। তখনই সাবেক তারকাকে নিয়ে প্রশংসা করলেন কোম্যান।
মেসি প্রসঙ্গ উঠতেই কোচ বলেন, ‘একই জিনিস নিয়ে বার বার কথা বলতে পছন্দ করি না আমি। কিন্তু আমরা যখন মেসিকে নিয়ে কথা বলি, তখন বুঝতে হবে এমন একজনকে নিয়ে কথা বলছি যে বিশ্বের সেরা খেলোয়াড়। যখন মেসি এখানে ছিল, প্রতিপক্ষ দলগুলো আমাদের বেশি ভয় পেত।’
একই সঙ্গে মেসির প্রসংশা করে কোম্যান বলেন, ‘আমাদের ক্ষেত্রেও ব্যাপারটা অনেক সুবিধাজনক ছিল। কোনোভাবে বল মেসির পায়ে পাঠাতে পারলেই আপনি নিশ্চিত থাকবেন যে, ও বল হারাবে না অন্তত। আমাদের খেলা দেখে আপনি বুঝতে পারবেন, যে মেসি নেই। ব্যাপারটা আমরা জানি, কিন্তু, এ নিয়ে আমাদের কিছু করার নেই।’
বিলবাওয়ের বিপক্ষে ড্র নিয়ে অবশ্য নারাজ নন কোম্যান। তাঁর কথায়, ‘আমি মনে করি, ম্যাচটিতে ড্র ন্যায্য ফলাফল। আমাদের জেতার সম্ভাবনা ছিল, তবে অ্যাথলেটিক বিলবাও খুব ভালো খেলেছে। এইভাবে খেলা ও এটা তাদের খুব কঠিন মাঠ, সবমিলে আমি ফলাফলে অসন্তুষ্ট হতে পারি না।’