গাজীপুরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, আহত ৮
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষে আট জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। উপজেলার মাওনা উত্তরপাড়া এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে এ সংঘর্ষ ঘটে। সংঘর্ষের সময় ব্যাপক ভাঙচুর ঘটানো হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এতে ওই এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অভিযোগ উঠেছে, ওই এলাকার ডেকো গার্মেন্টস লিমিটেড কারখানায় প্রায় তিন বছর ধরে ওয়ার্ক অর্ডারের মাধ্যমে ঝুটের ব্যবসা করছেন ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হাবিবুর রহমান সরকার লাবি। তাঁর ওয়ার্ক অর্ডারের মেয়াদ শেষ হবে আগামী ৩০ আগস্ট। এরই মধ্যে ব্যবসার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালান শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য হাজি সুলতান উদ্দিন সরকার। তা নিয়ে বিরোধ দেখা দিলে কারখানা কর্তৃপক্ষ আগামী ৩ সেপ্টেম্বর এর সুরাহা দেবে বলে দুপক্ষকে আশ্বস্ত করেছিলেন। কিন্তু গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে হাবিবুর রহমান সরকার কারখানার কর্মকর্তাদের সহযোগিতায় গোপনে ট্রাকভর্তি ঝুট বের করার সময় টের পান হাজি সুলতান উদ্দিন সরকার।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, ওই সময় হাজি সুলতান উদ্দিনের সমর্থিত লোকজন ঝুটভর্তি ট্রাক নিয়ে যেতে নিষেধ করেন। একপর্যায়ে তাঁরা ঝুটভতি ট্রাক ভাঙচুর করেন। এতে মো. হাবিবুর রহমান সরকার লাবির সমর্থিত লোকজনও পাল্টাহামলা চালায়। এতে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে লাবির সমর্থিত দুজনসহ আট জন আহত হন। গুরুতর অবস্থায় আনোয়ার হোসেন নামের (৩৫) এক জনকে রাতেই রাজধানীর একটি হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, ‘সংঘর্ষের ঘটনা জেনে সেখানে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে হাবিবুর রহমান সরকার একটি অভিযোগ করেছেন, এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’