মেসিকে হারিয়ে সেরা হওয়ার আশা করছে না বার্সেলোনা
একুশ বছর ধরে বার্সেলোনার সঙ্গে জড়িয়ে ছিলেন লিওনেল মেসি। কাতালান ক্লাবটির সাফল্যর জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন তিনি। কিন্তু, এখন পরিস্থিতি পাল্টেছে। মেসি এখন বার্সার অতীত অধ্যায়। দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে মেসি পাড়ি দিয়েছেন প্যারিসে। দলের সেরা তারকাকে হারানোর হতাশায় পুড়ছে ক্লাব ভক্তরা।
ব্যতিক্রম নন বার্সার কোচ রোনাল্ড কোম্যানও। বার্সাকোচ অকপটে স্বীকার করলেন, মেসিকে ছাড়া বিশ্বসেরা হওয়ার আশা করছেন না তিনি। তবে, নতুন ভাবে জয়ের মানসিকতা গড়ে তুলতে সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানালেন কোম্যান।
গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী বার্সা কোচ বলেন, ‘বিষয়টা (মেসির চলে যাওয়া) হতাশাজনক, কিন্তু আপনাকে বাস্তববাদী হতে হবে। কারণ, অর্থনৈতিকভাবে আমরা প্যারিস, সিটি কিংবা ইউনাইটেডের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি না। ক্লাবের আর্থিক অবস্থা ভালো নয়। আমাদের এটা মেনে নিতে হবে।’
এরপর বার্সাকোচ বলেন, ‘আমাদের অবশ্যই জয়ের মানসিকতা থাকতে হবে, কিন্তু আমরা এখন বিশ্বের সেরা হওয়ার আশা করতে পারি না। আমরা বিশ্বের সেরা খেলোয়াড়কে হারিয়েছি। তবুও আমি জোর দিয়ে বলি যে, আমাদের বাস্তববাদী হতে হবে। আমরা ভবিষ্যতের জন্য দল তৈরি করছি, তাই আপনাকে ধৈর্য ধরতে হবে। আমাদের সময় প্রয়োজন।’
এর আগে লা লিগায় অ্যাথলেটিকো বিলবাওর বিপক্ষে হোঁচট খাওয়ার পরও মেসিকে নিয়ে আক্ষেপের কথা শোনান কোম্যান। মেসির প্রসঙ্গ উঠতেই কোচ বলেন, ‘একই জিনিস নিয়ে বার বার কথা বলতে পছন্দ করি না আমি। কিন্তু আমরা যখন মেসিকে নিয়ে কথা বলি, তখন বুঝতে হবে এমন একজনকে নিয়ে কথা বলছি যে বিশ্বের সেরা খেলোয়াড়। যখন মেসি এখানে ছিল, প্রতিপক্ষ দলগুলো আমাদের বেশি ভয় পেত।’
একই সঙ্গে মেসির প্রশংসা করে কোম্যান বলেন, ‘আমাদের ক্ষেত্রেও ব্যাপারটা অনেক সুবিধাজনক ছিল। কোনোভাবে বল মেসির পায়ে পাঠাতে পারলেই আপনি নিশ্চিত থাকবেন যে, ও বল হারাবে না অন্তত। আমাদের খেলা দেখে আপনি বুঝতে পারবেন, যে মেসি নেই। ব্যাপারটা আমরা জানি, কিন্তু, এ নিয়ে আমাদের কিছু করার নেই।’