দুর্ঘটনাকবলিত পিকআপভ্যানে মিলল এক মণ গাঁজা
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় দুর্ঘটনাকবলিত একটি পিকআপভ্যান থেকে ৪০ কেজি গাঁজা জব্দ করেছে ভবেরচর হাইওয়ে পুলিশ। গত রোববার উপজেলার জামলদি বাসস্ট্যান্ডের কাছে তেঁতুলতলা নামক স্থানে দুর্ঘটনার কবলে পড়ে পিকআপভ্যানটি। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে সেই গাড়ি থেকে গাঁজা জব্দ করা হয়।
এ ঘটনায় গাড়ির মালিক দাবি করা মো. আলম নামের একজনকে আটক করেছে পুলিশ। আলমের বাড়ি কুমিল্লায়।
ভবেরচর হাইওয়ে পুলিশের পরিদর্শক জামাল উদ্দিন জানান, দুদিন আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তেঁতুলতলা এলাকায় পিকআপভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা খায়। পিকআপভ্যানটির চালক ও তার সহকারী হাসপাতলে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার রাতে পিকআপভ্যানের মালিক দাবি করে মো. আলম থানায় আসেন।
পুলিশের পরিদর্শক জামাল উদ্দিন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, ওই পিকআপভ্যানে গাঁজা রয়েছে। দুর্ঘটনার পর গাড়িটিকে ঘটনাস্থলের পাশেই স্থানীয় এক দোকানদারের জিম্মায় রাখা হয়েছিল। সেখানে গিয়ে পিকআপভ্যানে থাকা প্লাস্টিকের পাঁচটি ক্যারেটে ৪০ কেজি গাঁজা জব্দ করি এবং আলমকে আটক করি।’