নারীর নির্বাচনী প্রতীক কেন চুড়ি?
মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, নারীর নির্বাচনী প্রতীক কেন চুড়ি? কেন বিমান নয়। আজ মঙ্গলবার সকালে মহিলাবিষয়ক অধিদপ্তর আয়োজিত ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস’ উপলক্ষে শোভাযাত্রা-পরবর্তী সমাবেশে তিনি প্রশ্ন করেন।
চুমকি বলেন, আসন্ন পৌর নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিলর পদের প্রার্থীদের জন্য নির্ধারিত প্রতীকগুলো খুব অপমানজনক। এ সব প্রতীক বরাদ্দের মাধ্যমে নির্বাচন কমিশন তাদের সনাতনী চিন্তার বহিঃপ্রকাশ ঘটিয়েছে বলে তিনি অভিযোগ করেন।
নারী আজ কেবল চুড়ি পরে গৃহের অভ্যন্তরে বন্দী নয়- এ কথা উল্লেখ করে মেহের আফরোজ চুমকি বলেন, নারীরা আজ বিমান, ট্রেন, রাইফেল ও স্টেনগান চালাচ্ছে। তিনি বলেন, নারীর প্রতীক শুধু চুড়ি, পাটাপুতা ও হাড়ি-পাতিল নয়। নারী এখন সব কিছুর প্রতীক।
প্রতিমন্ত্রী আরো বলেন, অতীতেও নারী প্রার্থীদের এই রকম বিব্রতকর প্রতীক নির্বাচন কমিশন বরাদ্দ করেছে, যার প্রতিবাদও হয়েছে। তারপরও নির্বাচন কমিশনের এই রকমের দায়িত্বহীনতা দুঃখজনক।
প্রতিমন্ত্রী নির্বাচন কমিশনারদের মধ্যে নারী সদস্যও নিয়োগ দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, কমিশনারদের মধ্যে নারী থাকলে এসব স্পর্শকাতর বিষয় গোচরে নিতেন।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শোভযাত্রাটি রাজধানীর ইস্কাটনের মহিলা ভবনের সামনে থেকে শুরু হয়ে জাতীয় জাদুঘরের সামনে এসে শেষ হয়। এতে সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করে। অন্যদের মধ্যে মহিলাবিষয়ক অধিদপ্তরের পরিচালক এ বি এম জাকির হোসেন এ সময় উপস্থিত ছিলেন।