নেতা মেসিতে মুগ্ধ পিএসজি সতীর্থ
ফুটবলার হিসেবে লিওনেল মেসির জুড়ি নেই। ছন্দময় ফুটবলে এরই মধ্যে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন আর্জেন্টাইন তারকা। ফুটবলের পাশাপাশি মেসির আরেকটি বিষয় সবাইকে মুগ্ধ করে। সেটা হলো তাঁর নেতৃত্ব। সবসময় শান্ত স্বভাবের মেসি অধিনায়ক হিসেবেও দারুণ। প্যারিসের ক্লাব পিএসজিতে পা রাখার কিছুদিন না যেতেই মেসিতে মুগ্ধ তাঁর ক্লাব সতীর্থ আন্দের এররেরা।
বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক শেষ হওয়ার পর প্যারিসে পাড়ি জমান মেসি। দুই বছরের চুক্তিতে পিএসজিতে যোগ দিয়েছেন তিনি। গত ২৯ আগস্ট প্যারিসের ক্লাবটির জার্সিতে অভিষেক হয় মেসির। এরপর অভিষেক হয়ে যায় চ্যাম্পিয়নস লিগেও। যদিও এখনো দলটির হয়ে গোলের দেখা পাননি তিনি। তবে এরই মধ্যে সতীর্থদের মন জয় করে নিয়েছেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার।
স্পেনের রেডিও চ্যানেল কাদেনা সেরের এক অনুষ্ঠানে মেসিকে নিয়ে স্প্যানিশ মিডফিল্ডার এররেরা বলেন, ‘ফুটবলে নেতৃত্বের বেশ কয়েকটি ধরণ রয়েছে। বলা হয়, এক ধরনের অধিনায়ক আছে, যারা খেলোয়াড়দের উৎসাহিত করে আর কিছু নেতা আছে যারা (পারফরম্যান্স দিয়ে) উদাহরণ তৈরি করে। আর এটা হল লিও (মেসি)। সে প্যারিসে আসার পর জিমে সবার আগে আসে, আর যখন আসতে না পারে তখন মজা করেই মাঠটা একবার চক্কর দেয় আর এটা একজন অনুকরণীয় নেতার উদাহরণ।’
পিএসজি খেলোয়াড় আরো বলেন, ‘দলের এক নম্বর খেলোয়াড় যখন কোনো কিছুই হালকাভাবে নেয় না, তখন সবচেয়ে তরুণ সদস্য ভাবে, এক নম্বর খেলোয়াড় যদি এই রকম হয়, তাহলে আমাদের তাকে অনুসরণ করা উচিত।’