প্রমাণ পেলে পাকিস্তানের নারী কূটনীতিকের বিরুদ্ধে ব্যবস্থা
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, জঙ্গি সংগঠনের সঙ্গে যোগসাজশের প্রমাণ পাওয়া গেলে পাকিস্তানের নারী কূটনীতিক ফারিনা আরশাদের বিরুদ্ধে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।
আজ মঙ্গলবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘স্বর্গ থেকে নরক’ চলচ্চিত্রের মুক্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘জঙ্গি সম্পৃক্ততার ব্যাপারে অনেকের নাম আসতে পারে। কিন্তু আমরা নিশ্চিত না হয়ে কোনো কিছু করতে চাচ্ছি না। এ ব্যাপারে (ফারিনার জঙ্গি সম্পৃক্ততা) নিশ্চিত হয়ে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেব।’
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে নিষিদ্ধ-ঘোষিত সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশসহ (জেএমবি) কয়েকটি জঙ্গি সংগঠনের সঙ্গে পাকিস্তানের কূটনীতিক ফারিনার যোগসাজশের খবর প্রকাশিত হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পাকিস্তানের সঙ্গে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা দেশ স্বাধীন করেছি। তাদের কিন্তু ষড়যন্ত্র এখনো চলছে, নানাভাবে তারা ষড়যন্ত্র করছে। নানাভাবে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে। জঙ্গি সংগঠনগুলো নিয়ন্ত্রণ করেছি। জেএমবি এবং আনসারুল্লাহ বাংলা টিমসহ সবগুলোকে নিয়ন্ত্রণ করেছি।’ তিনি বলেন, ‘দেশীয় ও আন্তর্জাতিকভাবে তাদের (জঙ্গি) অনেকেই সহযোগিতা করে। যারাই সহযোগিতা করে, তাদের আমরা নিষেধ করছি। তাদের নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা নিচ্ছি।’
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘যেই হোক, তিনি (ফারিনা) ছাড়া আরো কেউ এখানে জড়িত থাকতে পারেন, আমাদের দেশে বসে আমাদের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র আমরা করতে দেব না।’
বিজয় দিবসে কোনো নাশকতার আশঙ্কা করা হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা সংস্থা সবাই তৎপর রয়েছে। আমরা মনে করি, বিজয় দিবসে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড হবে না। তারপরও যদি কেউ কিছু করতে চায় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
জেএমবি আত্মঘাতী হামলা চালাতে পারে-ভারতীয় গোয়েন্দা সংস্থার এই আশঙ্কার ব্যাপারে মন্ত্রী বলেন, ‘ভারত সব সময় তথ্য দিয়ে সহযোগিতা করে। তারা যে সমস্ত তথ্য দেয়, আমরা সেগুলো গুরুত্বের সঙ্গে দেখি।’
সংবাদ সম্মেলনে যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘জনগণ সচেতন না হলে মাদকের বিরুদ্ধে শুধু আইন দিয়ে যুদ্ধে জয়ী হওয়া যাবে না।’