বিএনপির অভিযোগ তদন্ত করবে নির্বাচন কমিশন
নোয়াখালীর চাটখিল পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী মোস্তফা কামালের অভিযোগ তদন্ত করে দেখবে নির্বাচন কমিশন। মোস্তফা কামাল অভিযোগ করেছেন, ‘জোর’ করে তাঁর প্রার্থিতা প্রত্যাহার করা হয়েছে।
বিষয়টি নিয়ে তদন্ত করার সিদ্ধান্ত আজ মঙ্গলবার নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ।
নির্বাচন কমিশনার শাহনেওয়াজ জানান, চাটখিলে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কিন্তু বিএনপির প্রার্থীর পক্ষ থেকে জোর করে প্রার্থিতা প্রত্যাহারের লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
ঘটনা তদন্তে নির্বাচন কমিশনের আইন শাখার উপসচিব মো. মহসীনুল হকের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে ২০ ডিসেম্বরের মধ্যে এ-সংক্রান্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যায় কমিশন সচিবালয়ে এসে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন চাটখিল পৌরসভায় বিএনপি সমর্থিত প্রার্থী মোস্তফা কামালের করা লিখিত অভিযোগটি প্রধান নির্বাচন কমিশনার বরাবর জমা দেন।
ওই অভিযোগে বলা হয়, বিএনপি প্রার্থীর কাছ থেকে সন্ত্রাসীরা মনোনয়নপত্র প্রত্যাহার করার সময় পার হওয়ার পর স্বাক্ষর নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেন। এবং রিটার্নিং কর্মকর্তা তা অবৈধভাবে গ্রহণ করেন।
প্রার্থীদের অভিযোগের বিষয়ে শাহনেওয়াজ বলেন, ‘সব প্রার্থীই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তাঁদের কাছ থেকে লিখিত কোনো অভিযোগ পেলে তা বিবেচনাযোগ্য হলেই আমলে নেওয়া হচ্ছে। রিটার্নিং কর্মকর্তারাও বিধি লঙ্ঘনের বিষয়ে দায়ীদের জরিমানা করছেন।’