আপনার জিজ্ঞাসা
বাবার মৃত্যুর পর ছেলে-মেয়েদের দায়িত্ব কার?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮৬৪তম পর্বে ই-মেইলের মাধ্যমে তাসফিয়া তাসমি জানতে চেয়েছেন, বাবার মৃত্যুর পর ছেলে-মেয়েদের দায়িত্ব কার? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : বাবার মৃত্যুর পর ছেলে-মেয়েদের দায়িত্ব কার? বড় ভাই থাকলে কি সে বাধ্য?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। বাবার মৃত্যুর পরে ছেলে-মেয়ে এতিম যারা হয় তাদের দায়িত্ব হবে চাচার। যদি দাদা বেঁচে থাকেন তাহলে দাদার হবে। দাদা না বাঁচলে চাচার হবে দায়িত্ব। যদি বড় ভাই থাকে তাহলে তার ওপরও দায়িত্ব যাবে। সে যেহেতু বড় অবিভাবকের দায়িত্ব তার ওপরও পড়বে। সেক্ষেত্রে তিনি দায়িত্ব পালন করবেন। আর দাদা থাকলে দাদাই এখানে সবচেয়ে বেশি দায়িত্ব পাবেন। ইসলামের রীতি অনুসারে, অভিভাবক হিসেবে প্রথম দায়িত্ব বাবার, এরপর দাদা-চাচা, এরপর ভাই। কিন্তু আমাদের সমাজে বাবার পর ভাইকেই দায়িত্ব নিতে দেখা যায়। কিন্তু নিয়ম হলো দাদা-চাচাদের নেওয়ার। কিন্তু আমাদের সমাজে দেখা যায়, সম্পর্ক ততটা ভালো না থাকায় সেটা হয় না। চাচারা দায়িত্ব নিতে চায় না। তখন ভাইদেরই বেশি দায়িত্ব নিতে দেখা যায়।