আপনার জিজ্ঞাসা
বারজাখ নিয়ে ইসলাম কী বলে?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮৯২তম পর্বে ই-মেইলের মাধ্যমে তৌহিদ আলম জানতে চেয়েছেন, বারজাখ নিয়ে ইসলাম কী বলে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : বারজাখ নিয়ে ইসলাম কী বলে?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি বারজাখ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা জানতে চেয়েছেন। বারজাখ হলো—দুনিয়া এবং আখিরাতের মাঝামাঝি যে সময়টা আছে সেটা হলো বারজাখ। এটি অদৃশ্য। এটি মূলত আড়াল হিসেবে কাজ করে। এর শাব্দিক অর্থই আড়াল। যেটা মানুষের দৃষ্টি ও আখিরাত দুটো থেকেই আড়ালে। বারজাখি যে হায়াত আছে সেটা সবার জানা। এই জীবন প্রতিটি মানুষকেই ভোগ করতে হবে। এটাই আমাদের আকিদা ও বিশ্বাস। এটি যেহেতু অদৃশ্য, শুধু জ্ঞানের সঙ্গে জড়িত তাই দুনিয়ার কোনো আলেমের পক্ষে এটা নিয়ে বিস্তারিত বলা সম্ভব নয়। কারণ কেউ তো দেখেনি। এটা সম্পূর্ণ অদৃশ্য। তবে এই জীবনটা ঈমানদারদের জন্য একরকম হবে আর গুনাহ করাদের জন্য একরকম হবে। এটার অতিরিক্ত কোনো জ্ঞান আমাদের কাছে নেই।