আপনার জিজ্ঞাসা
পুরুষদের হলুদ ও লাল কাপড় পরার বিধান কী?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩০৪৩তম পর্বে টেলিফোনের মাধ্যমে সৌদি আরব থেকে একজন জানতে চেয়েছেন, পুরুষ মানুষের হলুদ ও লাল কাপড় পরার বিধান কী? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : পুরুষ মানুষের হলুদ ও লাল কাপড় পরার বিধান কী?
উত্তর : ধন্যবাদ প্রশ্নটির জন্য। পুরুষদের জন্য হলুদ কাপড় পরার বিষয়টি নিয়ে আলেমদের দ্বিমত রয়েছে। তবে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে পুরুষদের জন্য হলুদ কাপড় পরা হারাম। তবে লাল কাপড় পরা নিয়ে বাধা নেই। পুরুষরা চাইলে লাল রঙের কাপড় পরতে পারবেন। শুধু লাল হলে এটাকে অনেকে মাকরুহ বলেছেন। তবে সত্যি কথা হলো এটি জায়েজ। একেবারে লাল রঙের কাপড় পরিহার করাটা অবশ্য উত্তম। যদি অন্য কালারের মিশ্রণ থাকে তাহলে কোনো সমস্যাই নেই।