আপনার জিজ্ঞাসা
যে কারও কথা আল্লাহর কাছে বললে কি গিবত হবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩০৪৯তম পর্বে টেলিফোনের মাধ্যমে একজন জানতে চেয়েছেন, যে কারও কথা আল্লাহর কাছে বললে কি গিবত হবে? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : আমরা অনেক সময় বিভিন্ন মানুষের কথার দ্বারা আঘাত প্রাপ্ত হই। আমরা যদি এসব কষ্টের কথা আল্লাহর কাছে বললে কি গিবত হবে?
উত্তর : ধন্যবাদ প্রশ্নটির জন্য। কোনো ব্যক্তি যদি কারও মাধ্যমে কষ্ট পান এর প্রতিকারের জন্য যদি আল্লাহর কাছে কিংবা ব্যক্তির কাছে বলে থাকেন সেটা গিবত হবে না। আর আল্লাহর কাছে বলা কোনো কিছুই গিবত নয়। আল্লাহ তো সবকিছুই জানেন। আপনি না বললেও আল্লাহ জানেন। তাই আল্লাহর কাছে বলতেই পারেন। যেকোনো কিছুর জন্যই আল্লাহর কাছে বলতে পারেন। আবার কোনো কষ্টের প্রতিকারের জন্য ব্যক্তির কাছেও বলতে পারেন তখন সেটা কখনও গিবত হবে না। এটা নিয়ে কোনো সন্দেহ নেই।