আপনার জিজ্ঞাসা
শিশু জন্মের পর আজান দেওয়ার পদ্ধতি কেমন?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩০৪৭তম পর্বে টেলিফোনের মাধ্যমে একজন জানতে চেয়েছেন, বাচ্চা হওয়ার পর আজান কোন পদ্ধতিতে দেওয়া উচিত? অনুলিখন করেছেন মোহাম্মদ সাঈফ আহমেদ।
প্রশ্ন : বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে যে আজান দেওয়া হয় সেটার পদ্ধতি টা কেমন? কীভাবে দেওয়া উচিত?
উত্তর : ধন্যবাদ প্রশ্নটির জন্য। বাচ্চা হওয়ার পর পর আজান দেওয়া হয় এই নিয়ে যে হাদিসটা আছে সেটা সনদের দিক দিয়ে কিছুটা দুর্বল। তবে ফকিরগন বলেছেন, এই আমলটা করা যেতে পারে। তবে এটার পদ্ধতিটা হলো, বাচ্চার কানের কাছাকাছি আজানের শুব্দগুলো উচ্চারণ করা যেতে পারে। মানে মৃদু ও কোমল আওয়াজে বাচ্চার কানের কাছে এই আজানটা দিতে হয়। কিন্তু আমাদের সমাজে দেখা যায়, মসজিদের আজানের মতো জোরে দেওয়া হয়। কিন্তু না এটা আস্তে দিতে হয়। জোরে দিলে বাচ্চার ভয় পাওয়ার সম্ভাবনা থাকে। এই আজান মৃদু স্বরে দিয়ে তাওহিদের বার্তা দেওয়া হয়।