আপনার জিজ্ঞাসা
রাগের মাথায় তিন তালাক দিলে কয় তালাক হবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩০৭৩তম পর্বে কাওসার মাহমুদ জানতে চেয়েছেন, রাগের মাথায় তিন তালাক দিলে কয় তালাক হবে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : রাগের মাথায় তিন তালাক দিলে কয় তালাক হবে?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। রাগের মাথায় একসাথে তিন তালাক দিলে সেটা এক তালাক হতে পারে। তবে, বিষয়টি অবশ্যই কোনো আলেমের মাধ্যমে আপনাকে লিখিত স্টেটমেন্ট দিয়ে ফতোয়া নিতে হবে। কারণ, এখানে আমরা মুখে বললাম তা নিজেদের মতো সাজিয়ে নিয়ে নিতে পারেন। তাই এটা শুধু শুনে নিজেদের মতো করে সাজালে হবে না। এটা অবশ্যই লিখিত স্টেটমেন্ট নিয়ে ফতোয়া নিয়ে সংসার করবেন। নয়তো আপনারা আল্লাহর নাফরমানির মধ্যে পড়ে যাবেন।